বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এবার বিবৃতি প্রকাশ করল সিবিআই, গ্রেফতার করা হয়েছে সুব্রত–মদন–ফিরহাদকে

এবার বিবৃতি প্রকাশ করল সিবিআই, গ্রেফতার করা হয়েছে সুব্রত–মদন–ফিরহাদকে

 এবার বিবৃতি প্রকাশ করল সিবিআই।(ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

কিন্তু আগে থেকে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। এবার এই বিষয়ে বিবৃতি প্রকাশ করল সিবিআই।

আজ নারদ মামলায় রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং এক প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছে সিবিআই। চেতলার বাড়ি থেকে তুলে আনা হয় ফিরহাদ হাকিমকে। এই নিয়ে তুলকালাম হয় চেতলা এলাকা। তুলে আনা হয় মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়কেও। বাড়ি থেকে বেরোবার সময় ফিরহাদ জানান, নারদ মামলায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু আগে থেকে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। এবার এই বিষয়ে বিবৃতি প্রকাশ করল সিবিআই।

একই অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও কেন বিজেপি নেতা মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না?‌ প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ এমনকী কোনওরকম নোটিশ, গ্রেফতারি পরোয়ানা ছাড়াই কীভাবে গ্রেফতার করা হল তা নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। এই নিয়ে বিবৃতি দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (‌সিবিআই)‌। সিবিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। আর ওই মামলায় আইপিএস এসএমএইচ মির্জাকে গ্রেফতার আগেই করা হয়েছিল। এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন।

কিন্তু কেন এই গ্রেফতার? সিবিআই বিবৃতিতে জানিয়েছে, নারদ স্টিং অপারেশনে ওইসব ব্যক্তিকে সরাসরি টাকা নিতে দেখা গিয়েছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ফিরহাদ হাকিম ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। সুব্রত মুখোপাধ্যায় ৫ লাখ, মদন মিত্রকে ৫ লাখ এবং শোভন চট্টোপাধ্যায়কে ৪ লাখ টাকা ঘুষ নিতে দেখা গিয়েছে। সিবিআই সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, যে সময়ে নারদ কাণ্ডের অভিযোগ উঠেছিল তখন সাংসদ পদে ছিলেন শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় যথাক্রমে লোকসভা এবং রাজ্যসভার সাংসদ ছিলেন৷ তাঁদের গ্রেফতারির জন্য লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যানের অনুমতি প্রয়োজন৷ কিন্তু সেই অনুমতি এখনও মেলেনি৷ তাই ওই দুই নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি৷ কিন্তু রাজ্যের যে নেতাদের মধ্যে বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, তাঁদের গ্রেফতারির অনুমতি দিয়েছেন রাজ্যপাল৷ যদিও এই অনুমোদন বেআইনি বলে দাবি করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷

উল্লেখ্য, কীভাবে কোনও গ্রেফতারি পরোয়ানা ও স্পিকারের অনুমতি ছাড়াই কোনও মন্ত্রী বা বিধায়ককে গ্রেফতার করা যায় তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। নিজাম প্যালেসে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা উঠে যান ১৪ তলায় সিবিআইয়ের জিআইজির ঘরের সামনে। সেখানেই চেয়ার নিয়ে বসে পড়েন। তাঁর দাবি, এভাবে যদি রাজ্যের বিধায়ক মন্ত্রীদের গ্রেফতার করা হয় তাহলে আমাকেও গ্রেফতার করুক সিবিআই। সিবিআইয়ের যুক্তি, তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ সৌগত রায়, অপরূপা পোদ্দারের বিরুদ্ধেও একই কারণে পদক্ষেপ করা হয়নি৷

বাংলার মুখ খবর

Latest News

পদ্মপাঁকে গজিয়ে উঠল ঘাসফুল! ভোটের মুখে তৃণমূলের 'গুগলিতে' হতচকিত বিজেপি TRP: সৃজন-পর্ণার মেয়ে আসায় লাভ কি হল? জগদ্ধাত্রীকে হটিয়ে ঝামেলা ফুলকি-নিম ফুলের রাজ্যের দেওয়া ১০০ দিনের টাকাও লুঠ! TMC নেতাদের ঘেরাও করে রাখলেন গ্রামবাসীরা শুক্রের মেষে গমন, এই রাশির বাড়বে মানসিক চাপ, হতে পারে স্বাস্থ্যের অবনতি সানি লিওনের এই কথা শুনলে খুশি হবেন সব পুরুষ, চটতে পারেন মহিলারা! বিশ্বের সবচেয়ে দামি ৫ ব্যাগ কোনগুলি জানেন, কী দিয়েই বা তৈরি, জানলে অবাক হবেন 'মক পোল'-এ VVPAT থেকে বের হল BJP-র 'অতিরিক্ত' স্লিপ! EC-কে কড়া বার্তা SC-র কোহলি কি বিশ্বকাপে ওপেন করবেন? 'ভুয়ো খবর' বলে চাঞ্চল্যকর তথ্য দিলেন রোহিত শর্মা তৃণমূল ছাড়লেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিভাস অধিকারী, বানালেন নতুন দল ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল TMC

Latest IPL News

2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.