নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার কলকাতা লাগোয়া তেঘরিয়ায় বিধাননগর পুরসভার মেয়র পারিষদের সদস্য দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেখানে তল্লাশি চালিয়ে নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। পাওয়া গিয়েছে পুলিশকর্মী ও সরকারি আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত নথিও। নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে ডোমকলের তৃণমূল বিধায়ক জাহিরুল ইসলামের বাড়ি থেকেও।
বৃহস্পতিবার সকালে দেবরাজের তেঘরিয়ার বাড়িতে পৌঁছন সিবিআইয়ের আধিকারিকরা। সেখানে প্রায় ৫ ঘণ্টা তল্লাশি চালানোর পর দমদম পার্কে তৃণমূল নেতার আরেকটি ফ্ল্যাটে যান তাঁরা। সেখানেও বেশ কিছুক্ষণ তল্লাশি চালান তাঁরা। তল্লাশির পর দেবরাজ সাংবাদিকদের বলেন, ‘সার্চ করে প্রাসঙ্গিক কিছু পাওয়া যায়নি বলে সিবিআই আমাকে লিখে দিয়ে গিয়েছে।’ কিন্তু রাত পোহাতে না পোহাতে কেন্দ্রীয় এজেন্সির ঘর থেকে এল পুরো উল্টো খবর।
সিবিআইয়ের দাবি, দেবরাজের বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে। নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে জাহিরুলের বাড়ি থেকেও। তৃণমূল নেতাদের বাড়িতে নিয়োগের নথি এল কী করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। দেবরাজের বাড়ি থেকে সরকারি কর্মচারী ও পুলিশের বদলি সংক্রান্ত নথিও পাওয়া গিয়েছে।
বিজেপির দাবি, বিরোধী দলনেতা আগেই বলেছেন দেবরাজ ভাইপোর হয়ে টাকা তোলেন। তাই তাঁর বাড়িতে নিয়োগ সংক্রান্ত নথি থাকবে এটাই স্বাভাবিক। একই সঙ্গে ভাইপোর সঙ্গে হাত মিলিয়ে সরকারি কর্মচারীদের বদলির সিন্ডিকেট চালান দেবরাজ। মোটা টাকা নিয়ে সরকার কর্মীদের পছন্দের জায়গায় বদলি করা হয়। তাঁর বাড়ি থেকে উদ্ধার নথির সঙ্গে এই দুর্নীতির যোগ থাকতে পারে।