বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > WB recruitment scam: নিয়োগ দুর্নীতির তদন্তে বিকাশ ভবনের গুদামে তল্লাশি সিবিআইয়ের
নিয়োগ দুর্নীতির তদন্তে ফের বিকাশভবনে পৌঁছল সিবিআইয়ের দল। বুধবার বিকেলে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের শিক্ষা দফতরের প্রধান কার্যালয় বিকাশ ভবনে যান সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সেখানে আগে থেকে সিল করে রাখা প্রাথমিক শিক্ষা দফতরের গুদামে তল্লাশি চালাচ্ছেন তাঁরা।
বুধবার বিকেল ৩টে নাগাদ বিকাশ ভবনে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সোজা পৌঁছে যান ৫ তলায় প্রাথমিক শিক্ষা সংসদের গুদাম ঘরে। আগেই ওই গুদাম সিল করে রেখে গিয়েছিলে সিবিআই। সেই সিল খুলে শুরু হয় তল্লাশি। সিবিআই সূত্রে খবর, ওই গুদামে দুর্নীতির সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্যপ্রমাণ রাখা আছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুধু গুদামে তল্লাশি নয়, ওই বিভাগের অন্তত ৩ জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে তারা। তবে নির্দিষ্ট কোন নথির খোঁজে সিবিআই আধিকারিকরা সেখানে গিয়েছেন তা জানা যায়নি।
বাংলার মুখ খবর