শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার SSC-র প্রাক্তন প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে পৌঁছল সিবিআই। বুধবার ফ্ল্যাটটি সিল করে রেখে গিয়েছিলেন গোয়েন্দারা। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি থেকে সস্ত্রীক সুবীরেশবাবু কলকাতায় পৌঁছলে বিকেলে তাঁর বাড়িতে যান সিবিআইয়ের গোয়েন্দারা। সিল খুলে তল্লাশি শুরু করেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থেকে বিমানে কলকাতায় পৌঁছন সস্ত্রীক সুবীরেশবাবু। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। নিয়োগে পদ্ধতিগত ভুল হয়ে থাকতে পারে কিন্তু দুর্নীতি হয়নি।’
বিজেপিতে রদবদল, যোগীরাজ্যে দলের নয়া রাজ্য সভাপতি, ত্রিপুরাতেও নতুন মুখ
বাড়ি সিল থাকায় এর পর বালিগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে চলে যান তাঁরা। বিকেলে সেখান থেকে পৌঁছন বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে। তখনও সেখানে পৌঁছননি সিবিআই আধিকারিকরা। বিকেল ৫.০৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছন সিবিআইয়ের ৫ সদস্যের দল। সিল ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
বাঁশদ্রোণীর ফ্ল্যাটে ঢোকার আগে সুবীরেশবাবু সংবাদমাধ্যমকে বলেন, যেহেতু SSC-তে দুর্নীতি ধরা পড়েছে তাই নিয়ম করে সংস্থার সমস্ত আধিকারিকের বাড়িতে যাচ্ছেন গোয়েন্দারা। আমার বাড়িতেও তাঁরা নিয়ম পালন করতেই এসেছেন। আমার লুকানোর কিছু নেই। সিবিআই তল্লাশি করুক। আমি তাদের সম্পূর্ণ সাহায্য করব। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে রয়েছেন সুবীরেশবাবু।