বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আরও কারা পার্থর ঘনিষ্ঠ? জানতে বাড়ির পরিচারক, কর্মীদের তলব সিবিআইয়ের

আরও কারা পার্থর ঘনিষ্ঠ? জানতে বাড়ির পরিচারক, কর্মীদের তলব সিবিআইয়ের

পার্থ চট্টোপাধ্যায়। ছবি এএনআই (Saikat Paul)

পার্থর সঙ্গে নিয়মিত কাদের সঙ্গে যোগাযোগ হতো? বিশেষ করে কারা কারা তার বাড়িতে নিয়মিত আসতেন সেই সম্পর্কিত তথ্য এখন এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সিবিআই। আধিকারিকদের মতে, পার্থর আরও যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে আরও কারা কারা জড়িত? তা জানতে চাইছে সিবিআই। বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরও কারা কারা রয়েছেন? সে সম্পর্কে তথ্য পেতে এবার তার বাড়ির পরিচালক এবং অফিস কর্মীদের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ বৃহস্পতিবার তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

সিবিআই সূত্রের খবর, পার্থর সঙ্গে নিয়মিত কাদের সঙ্গে যোগাযোগ হতো? বিশেষ করে কারা কারা তার বাড়িতে নিয়মিত আসতেন সেই সম্পর্কিত তথ্য এখন এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সিবিআই। আধিকারিকদের মতে, পার্থর বাড়িতে যারা আসতেন বা আরও যারা পার্থর ঘনিষ্ঠ রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে নিয়োগ দুর্নীতি মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় তদন্তভার পাওয়ার পরেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর প্রথমে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। এরপর তার ঘনিষ্ঠ অর্পিতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে। তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল লক্ষাধিক নগদ টাকা এবং সোনার গয়না। শুধু তাই নয়, তদন্তে নামার পরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে।

এদিকে, তদন্তভার নেওয়ার পর একে একে সিবিআই গ্রেফতার করে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন সচিব অশোককুমার সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও দুই মিডল ম্যান প্রদীপ সিংহ এবং প্রসন্ন রায়কেও গ্রেফতার করেছে সিবিআই। এখন সিবিআই জানতে চাইছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি এবং তার অফিসে কাদের বেশি যাতায়াত ছিল। এই জন্য তার বাড়ির পরিচারক এবং অফিসের কর্মীদের ডেকে পাঠিয়েছে সিবিআই।

বন্ধ করুন