এবার টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। আগেই তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করিয়েছিল সিবিআই। এবার অভিজিৎ মণ্ডলেরও পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই। এর আগে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করিয়েছিল সিবিআই। এবার পালা অভিজিৎ মণ্ডলের।
আগামী ২৩ সেপ্টেম্বর অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের কনসেন্ট রেকর্ডের দিন ধার্য করা হয়েছে। সেই সঙ্গেই সন্দীপ ঘোষের নারকো টেস্ট করাতে চেয়েছিল সিবিআই। এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে আদালত। ২৩ সেপ্টেম্বর সন্দীপের সম্মতি রেকর্ডের দিন ঠিক করা হয়েছে।
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল অভিজিৎ মণ্ডলকে। শুক্রবার সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ শিয়ালদা কোর্টে আবেদন জানিয়েছে যে তারা অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করতে চায়।
আরজি করে চিকিৎসক খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল টালা থানার তৎকালীন ওসিকে। এর আগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলেন কলকাতা পুলিশের পদস্থ অফিসাররা। তখন তাঁর স্ত্রীকে জানান, কলকাতা পুলিশ অভিজিতের পরিবারের পাশে রয়েছে। তবে পরবর্তীতে নিয়ম মেনেই সাসপেন্ড করা হয়েছিল অভিজিৎ মণ্ডলকে।
এবার সেই অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করাতে চায় কলকাতা পুলিশ। অন্যদিকে এর আগে শিয়ালদা আদালতে সিবিআই দাবি করেছিল, ওসি অভিজিৎ মণ্ডল বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। সন্দীপ ঘোষও এই কাজে জড়িত। তাই এদের মুখোমুখি বসিয়ে জেরা করা উচিত। কর্তব্যে গাফিলতি–সহ তথ্য প্রমাণ লোপাটের কাজে জড়িত টালা থানার ওসি।
তবে টালা থানার প্রাক্তন ওসি কতটা সত্যি আর কতটা মিথ্যে কথা বলছেন সেটাই খতিয়ে দেখতে চাইছে সিবিআই।
তবে এর পর অভিজিতের নারকো অ্যানালিসিস টেস্ট করানোর জন্য আবেদন করা হবে কি না সেটা এখনও নিশ্চিত নয়।
তবে আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও নার্কো অ্যানালিসিস টেস্ট করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। শিয়ালদা আদালতে সিবিআই আবেদন পেশ করে জানিয়েছিল, সন্দীপ ঘোষকে গুজরাতে নিয়ে গিয়ে নারকো অ্যানালিসিস টেস্ট করাতে চায়। এর আগে সঞ্জয় রায়েরও নারকো অ্যানালিসিস টেস্ট করাতে চেয়ে আবেদন করেছিল সিবিআই, তবে সেই ধরনের পরীক্ষা করানোর অনুমতি দেননি সঞ্জয় রায়।
এদিকে সিজিওর সামনে শুক্রবার সন্ধ্যায় জড়ো হয়েছিল জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ মিছিল করে যান সিজিওর সামনে। তাঁদের দাবি, আর কতদিন অপেক্ষা করব আমরা? এই ঘটনায় আর যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করতে হবে।