বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মাস্টারমাইন্ড কে? জানতে ২০১৪ প্রাথমিক টেটের চাকরি চোরেদের জেরা করছে CBI

মাস্টারমাইন্ড কে? জানতে ২০১৪ প্রাথমিক টেটের চাকরি চোরেদের জেরা করছে CBI

প্রতীকী ছবি (HT_PRINT)

টেট পাশ না করেও কাকে, কত টাকা দিয়ে চাকরি পেয়েছেন? ২০১৪ টেট পাশ না করেও প্রাথমিকে চাকরি পাওয়াদের জিজ্ঞাসা করছে সিবিআই। 

প্রাথমিক নিয়োগ দুর্নীতির আসল কুশীলব কারা? জানতে এবার বেনজির পদক্ষেপ করতে চলেছে সিবিআই। সূত্রের খবর, কাদের কাছে টাকা দিয়ে চাকরি কিনেছিলেন তা জানতে ২০১৪ সালের টেট অনুত্তীর্ণ হয়েও চাকরি পাওয়া প্রার্থীদের জেরা শুরু করেছে তারা। চলছে তাদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া।

সিবিআই সূত্রের খবর, কাকে কত টাকা দিয়ে চাকরি পেয়েছেন তা ২০১৪-র চাকরি চোরেদের কাছে জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা। কী ভাবে তাঁরা নিয়োগপত্র হাতে পেলেন তাও জানতে চাওয়া হচ্ছে। ইতিমধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমের প্রার্থীদের বয়ান রেকর্ড করা হয়েছে। বাকিদের তলব করার প্রক্রিয়া চলছে।

২০১৪ সালের প্রাথমিক টেটের ভিত্তিতে ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। এই দুর্নীতিতে সিবিআইকে চাকরি চোরেদের জেরা করতে পরামর্শ দিয়েছিল আদালত। সিবিআইয়ের অনুমান, কোনও দালালের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। তাদের চিহ্নিত করতে চাকরি চোরেদের জেরা করছেন তদন্তকারীরা।

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যে তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি ও সিবিআই। গত বছর ২২ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে শুরু হওয়া তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার প্রাথমিকের চাকরি চোরেদের জেরা করে নতুন কী তথ্য পাওয়া যায় সেদিকে নজর সবার।

 

 

বন্ধ করুন