ফের আটকে গেল শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি। বুধবার বিশেষ সিবিআই আদালতে পার্থর জামিনের মামলার শুনানির শুরুতেই সিবিআইয়ের আইনজীবী জানালেন, ইডির বিশেষ আদালতে এই মামলার শুনানি চান তাঁরা। এর পরই স্থগিত হয়ে যায় শুনানি।
আরও পড়ুন - কালো কাঁচ ঢাকা গাড়িতে আদালতে সঞ্জয়, রাস্তায় গ্রিন করিডর, মুখ খুলতেই নয়া ব্যবস্থা?
পড়তে থাকুন - সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে,বাংলাদেশে হিন্দু নিপীড়ন প্রতিবাদ সভায় বললেন শুভেন্দু
বুধবার বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের করা মামলায় বিচারক পার্থ মুখোপাধ্যায়ের এজলাসে সিবিআইয়ের আইনজীবী ভাস্কর মুখোপাধ্যায় বলেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি PMLA আদালতে বিচারক শুভেন্দু সাহার এজলাসে চলছে। সেখানে ইডির করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানিও চলছে। তাই এই জামিনের আবেদনের শুনানিও একই সঙ্গে হোক এটাই চান তাঁরা।
একথা শুনে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি স্থগিত করে দেন বিচারক। জানান, আগে কোন এজলাসে এই মামলার শুনানি হবে তা সাব্যস্ত হবে। তার পর হবে জামিনের আবেদনের শুনানি। ২২ নভেম্বর এবিষয়ে পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন - আধারে বিশ্বাস নেই মমতার,সেই আধারে ভরসা করেই ট্যাব প্রতারণা রোখার চেষ্টা নবান্নের
শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ২০২২ সালের ২২ জুলাই রাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। ওই রাতে পার্থবাবুর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ১৯ কোটি টাকা ও প্রচুর সোনা উদ্ধার হয়েছিল।