বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BJP: গোষ্ঠীকোন্দল দ্রুত মেটান, রাজ্য বিজেপি নেতৃত্বকে কড়া বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের

BJP: গোষ্ঠীকোন্দল দ্রুত মেটান, রাজ্য বিজেপি নেতৃত্বকে কড়া বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের

বঙ্গ বিজেপি। (HT_PRINT)

তার জন্য কাঠামোয় কিছু পরিবর্তন আনা হচ্ছে। গুজরাত মডেলকে সামনে নিয়ে আসে হচ্ছে। সংগঠনে বুথ কমিটির উপরে রয়েছে শক্তিকেন্দ্র এবং মণ্ডল কমিটি। তার উপরে রয়েছে জেলা কমিটি। এবার এই দু’‌য়ের মাঝে আরও দুটি স্তর তৈরির কথা বলা হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঞ্চ থেকে বলেছেন, এবার চাবি ঘোরালেই অপারেশন শুরু হয়ে যাবে। সুতরাং কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিন্তু বাস্তব ঘটনা হল কেন্দ্রীয় নেতারা বঙ্গ–বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে অত্যন্ত খাপ্পা। তাই রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে নির্দেশ এসেছে, অযথা অসহযোগিতা নয়। বরং সমন্বয় রক্ষা করতে একে অন্যের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর গোষ্ঠীকোন্দল মেটান।

ঠিক কী নির্দেশ এসেছে?‌ নয়াদিল্লিতে অমিত শাহ–জেপি নড্ডার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। সেখানে বাংলায় বিজেপির ক্রমবর্ধমান গোষ্ঠীকোন্দল সামাল দিতে দলের রাজ্য নেতৃত্বকে এই দাওয়াই বাতলেছেন শীর্ষ কেন্দ্রীয় নেতারা বলে বিজেপি সূত্রে খবর। দলের অন্দরের খবর, গত এক সপ্তাহে নয়াদিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতাদের একাংশের ভিন্ন ভিন্ন বৈঠকের প্রত্যেকটিতেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে এই বার্তাই পেয়েছেন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। তাঁরা এই বিষয়ে মুখ না খুললেও খবর প্রকাশ্যে এসেছে।

ঠিক কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা স্পষ্টই রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব দলের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলতে হবে। নিজেদের মধ্যে বিরোধে না জড়িয়ে সহযোগিতার মাধ্যমে সার্বিকভাবে বঙ্গ বিজেপির সংগঠনকে শক্তিশালী করে তুলতে হবে। তার জন্য কাঠামোয় কিছু পরিবর্তন আনা হচ্ছে। গুজরাত মডেলকে সামনে নিয়ে আসে হচ্ছে। সংগঠনে বুথ কমিটির উপরে রয়েছে শক্তিকেন্দ্র এবং মণ্ডল কমিটি। তার উপরে রয়েছে জেলা কমিটি। এবার এই দু’‌য়ের মাঝে আরও দুটি স্তর তৈরির কথা বলা হয়েছে।

বৈঠকে ঠিক কী বলা হয়েছে?‌ নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘দায়িত্বপ্রাপ্তরাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। সেইমতো অন্যদের জানিয়ে দেবেন। সিদ্ধান্তের বাস্তবায়নে সর্বতোভাবেই সহযোগিতা করা হবে। এখানে মান–অভিমানের কোনও জায়গা নেই।’ কেমন পরিকল্পনা করা হচ্ছে?‌ সূত্রের খবর, ৭টি বুথ নিয়ে তৈরি হয় একটি শক্তিকেন্দ্র। বাংলায় বুথ কমিটি প্রায় ৭০ হাজার। এই বুথ কমিটির উপরে রয়েছে মণ্ডল কমিটি। বিজেপি চাইছে মণ্ডল কমিটির নীচে থাকবে অঞ্চল কমিটি। পুরসভা এলাকায় যার নাম হবে ওয়ার্ড কমিটি। নতুন কাঠামোয় জেলা কমিটির নীচে প্রতিটি ব্লকে থাকবে একটি করে কমিটি। ৪২টি জেলা কমিটির অধীনে এমন ৩৪১টি ব্লক স্তরের কমিটি থাকবে। আর ব্লক স্তরের কমিটির মাথায় একজন করে কনভেনার থাকবেন।

বাংলার মুখ খবর

Latest News

শশী বনাম রাজীব, তিরুবনন্তপুরমের ওপর নজর সারা দেশের, একদা ছিল বাম দুর্গ! সাঁতার শিখছে ছোট্ট ইউভান, রাজ-শুভশ্রী পুত্রের শিক্ষিকা কে? তীব্র গরম থেকে রেহাই পেতে গঙ্গায় স্নান, তলিয়ে গেল ভিন রাজ্যের বাসিন্দা সহ ৩ জন ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ‘আমার শেষকৃত্যে অন্তত আসবেন’, ভোটারদের আবেগঘন আবেদন মল্লিকার্জুন খাড়গের আরও বিপাকে শাহজাহানরা, সন্দেশখালিকাণ্ডে প্রথম ধর্ষণের অভিযোগ দায়ের করল CBI ক্যানসার আক্রান্ত তরুণ ৬ বার ঘুরলেন এসএসকেএম হাসপাতালে, তারপর ঠিক কী মিলল?‌‌ আদালত নিয়ে মমতার মন্তব্য, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে হাইকোর্টে আবেদন বিকাশের টাকার জোয়ার কেউ রুখতে পারবে না! রুচক রাজযোগে ভাগ্যে সোনার চমক ৩ রাশির ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের

Latest IPL News

‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.