বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Fund Release: হাজার কোটি টাকা বাংলাকে পাঠাল নয়াদিল্লি, একশো দিনের কাজ নিয়ে নীরব মোদী সরকার

Fund Release: হাজার কোটি টাকা বাংলাকে পাঠাল নয়াদিল্লি, একশো দিনের কাজ নিয়ে নীরব মোদী সরকার

নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই এবং এপি)

এই সব বরাদ্দ রুটিন। রাজ্যের প্রাপ্যই ছিল। কিন্তু বড় বকেয়া পাওনাগুলির বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কোনও উচ্চবাচ্য করছে না। একশো দিনের কাজ বাবদ বাংলার বকেয়া পাওনা রয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। আবাস যোজনা খাতে আরও ৮২০০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। সেগুলি না পাওয়া নিয়েই সোচ্চার হচ্ছে তৃণমূল।

ধীরে ধীরে টাকা আসছে। নয়াদিল্লি থেকে টাকা এভাবেই মন্থর গতিতে আসছে। কিন্তু কিছুতেই আসছে না একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা। এই বিষয়ে মোদী সরকার একেবারেই নীরব। গ্রাম সভা, পঞ্চায়েতগুলির জন্য ৯৭৯.১৫ কোটি টাকা এবার রিলিজ করল নরেন্দ্র মোদী সরকার। যদিও একশো দিনের কাজ বা আবাস যোজনা খাতে বাংলার বড় বকেয়া প্রাপ্তি নিয়ে এখনও নীরব নয়াদিল্লি। এই কারণে গত সপ্তাহে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই টাকা বাংলার জন্য রিলিজ হওয়ার সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আগামীকাল বুধবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সামনে ধরনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া বাকি সাংসদ সদস্যরা সেখানেই উপস্থিত থাকবেন। ঠিক তার একদিন আগেই এই টাকা এল। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত সমিতি, গ্রাম সভার মতো স্থানীয় প্রশাসনের জন্য কেন্দ্রের থেকে একটা বরাদ্দ আসার কথা। এই প্রক্রিয়া রুটিন। অভিষেকের ধরনার আগেই বাংলায় এই বরাদ্দ আসায় তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিকে এই খাতে মোট ৬টি রাজ্যের জন্য ৪২১৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তার মধ্যে সবথেকে বেশি পেয়েছে মহারাষ্ট্র। তারা পেয়েছে ১০৮৩.৪৯ কোটি টাকা। গোয়া, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গনা এবং পশ্চিমবঙ্গের জন্যও এই টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১১ সালের জনগণনার ভিত্তিতে এই টাকা গ্রামের স্থানীয় প্রশাসনকে বরাদ্দ করা হচ্ছে। এখানে নিয়ম হল, যে পঞ্চায়েতের এলাকা বড় এবং জনসংখ্যা বেশি, তারা বেশি বরাদ্দ পাবে। বাংলায় এখন পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার প্রাক্কালে এমন টাকা বরাদ্দ হওয়ায় কাজ আরও এগোবে বলে মনে করা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ অন্যদিকে দু’‌দিন আগে মিড–ডে মিল খাতে ৬৪০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। এবার ৯৭৯ কোটি টাকা বরাদ্দ করা হল। নবান্ন সূত্রে খবর, এই সব বরাদ্দ রুটিন। রাজ্যের প্রাপ্যই ছিল। কিন্তু বড় বকেয়া পাওনাগুলির বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কোনও উচ্চবাচ্য করছে না। একশো দিনের কাজ বাবদ বাংলার বকেয়া পাওনা রয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। আবাস যোজনা খাতে আরও ৮২০০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। আর সেগুলি না পাওয়া নিয়েই সোচ্চার হচ্ছে তৃণমূল কংগ্রেস।

বাংলার মুখ খবর

Latest News

নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.