রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করার অভিযোগ বহুদিন থেকে করে আসছে বিজেপি। এ নিয়ে একাধিবার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয়, এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা নিয়ে নবান্নকে চিঠি দিল কেন্দ্র।
নবান্নে এবার ১৪ জন নতুন আইএএস অফিসার, নয়াদিল্লি থেকে আসছে
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্য সচিবকে কেন্দ্রের গ্রামোন্নয়ন সচিব চিঠিতে জানিয়েছেন, কেন্দ্রের প্রকল্পের নাম পরিবর্তন করা হলে টাকা দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্য সরকার। একই সঙ্গে প্রশ্ন উঠেছে কী কারণে কেন্দ্র এই সিদ্ধান্ত নিল? এ নিয়ে নবান্নের তরফে পাল্টা কেন্দ্রকে চিঠি দেওয়া হবে বলে জানা গিয়েছে। সে ক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলছে রাজ্য সরকার। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পে অনুদান চেয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কেন্দ্রের তরফে এই চিঠি দেওয়া হল।
পুজোর সময় দেওয়া কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরে সচিবের চিঠিতে আরও জানানো হয়েছে, সরকারি অনুদান পেতে গেলে কেন্দ্রীয় প্রকল্পগুলির নামই ব্যবহার করতে হবে। কেন্দ্রের নাম ব্যবহার না করলে টাকা দেওয়া হবে না। যদিও প্রশাসনিক আধিকারিকদের একাংশের যুক্তি, ১০০দিনের প্রকল্পের নাম বদল করা হয়নি। তাহলে কেন এই প্রকল্পের জন্য অনুদান দেওয়া হচ্ছে না? সম্প্রতি বিভিন্ন পঞ্চায়েত এলাকা ঘুরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। তারপরে তারা কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। সে ক্ষেত্রে অধিকাংশ পঞ্চায়েত এলাকায় প্রকল্পের অনিয়ম খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। তার পরেই এই চিঠি দিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর।