বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 100 Days Job: একশো দিনের কাজ নিয়ে রাজ্যকে আবার চিঠি কেন্দ্রের, টাকা মিলবে কবে?‌

100 Days Job: একশো দিনের কাজ নিয়ে রাজ্যকে আবার চিঠি কেন্দ্রের, টাকা মিলবে কবে?‌

১০০ দিনের কাজ

কেন্দ্রীয় সরকার ইচ্ছে করেই রাজ্যের টাকা আটকে রেখে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এই অভিযোগের নেপথ্যে রয়েছে ১০০ দিনের কাজ নিয়ে রাজ্যকে আবার চিঠি দিয়েছে কেন্দ্র। বেশ কয়েকটি ইস্যু তুলে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ভুয়ো কাজের নতুন করে ৪২.৮৩ লক্ষ টাকা উদ্ধারের টার্গেট নিয়েছিল রাজ্য।

ঝাড়গ্রাম থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের সেই ক্ষোভের নেপথ্যে যে কেন্দ্রীয় সরকারের নয়া চিঠি সেটা এবার জানা গেল। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করেই রাজ্যের টাকা আটকে রেখে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই অভিযোগের নেপথ্যে রয়েছে ১০০ দিনের কাজ নিয়ে রাজ্যকে আবার চিঠি দিয়েছে কেন্দ্র। এমনকী বেশ কয়েকটি ইস্যু তুলে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ফলে টাকা পাওয়া এখনও ঝুলেই রইল।

ঠিক কী করেছে কেন্দ্রীয় সরকার?‌ সূত্রের খবর, আবার একবার ‘ভুয়ো’ কাজের টাকা উদ্ধারে জোর দিয়ে রিপোর্ট পাঠাতে বলেছে নরেন্দ্র মোদীর সরকার। রাজ্যে আসা কেন্দ্রীয় দলের রিপোর্ট অনুযায়ী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?‌ তা আবার একবার নতুন করে জানতে চাইল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এই নিয়ে নবান্নে চিঠি পাঠানো হয়েছে। তাহলে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে কী লাভ হল?‌ উঠছে প্রশ্ন।

ঠিক কী চিঠি পাঠাল কেন্দ্র?‌ নবান্ন সূত্রে খবর, গত ৩ নভেম্বর রাজ্যকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্র। তাতে সাতটি বিষয় উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ভুয়ো কাজের টাকা উদ্ধার না হলে নতুন করে কাজের বরাদ্দ দেওয়া হবে না বলেও সেখানে উল্লেখ করা হয়। এমনকী গত জুলাই–অগস্ট মাসে আসা কেন্দ্রীয় দল যে ১৫টি জেলায় গিয়েছিলেন, সেই জেলাগুলিকে ফের ১৪ নভেম্বরের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ দিতে বলা হয়েছিল। সেই রিপোর্ট ইতিমধ্যে গ্রামোন্নয়ন দফতরে এসে পৌঁছেছে। যার বিস্তারিত রিপোর্ট আজ, বুধবার কেন্দ্রকে পাঠানো হবে।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ মঙ্গলবার ঝাড়গ্রামে বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছিলাম। তার পরও মেলেনি টাকা। এবার কি পায়ে ধরতে হবে?‌ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে। আর গরিব মানুষের টাকা দিচ্ছে না। এটা মানুষের প্রাপ্য টাকা। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র। একশো দিনের কাজের টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে।’‌ উল্লেখ্য, ভুয়ো কাজের দরুণ নতুন করে ৪২.৮৩ লক্ষ টাকা উদ্ধারের টার্গেট নিয়েছিল রাজ্য। যার মধ্যে অক্টোবর মাসেই উদ্ধার হয়েছিল ১৫.৫০ লক্ষ টাকা। গত ১৫ দিনে উদ্ধার হওয়া টাকা অনেকটা বেড়েছে। যা বিস্তারিত কেন্দ্রকে জানাতে চলেছে রাজ্য।

বন্ধ করুন