সদ্য দিল্লি বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি। আপ সরকারকে পরাজিত করেছে খুন সামান্য মার্জিনে। তবে আসন সংখ্যা আপের থেকে খানিকটা বেশি। এই নির্বাচনে জিতে বিজেপি এখন পাখির চোখ করেছে বাংলাকে। বঙ্গ–বিজেপি নেতারা এবার বাংলা জিতবে বলে মুখেই সোচ্চার হয়েছেন। তাঁরা অনেকদিন পর একটু অক্সিজেন পেলেন। এবার কলকাতায় পা রেখে সেই ইন্ধন তুঙ্গে তুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রবিবার বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনিও দাবি করলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি।
কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে এই রাজ্যে চালু করতে দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে অভিযোগ তোলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রকে অযথা দায়ী করা হয় বলেও অভিযোগ তাঁর। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক বৈঠক করে বলেন, ‘২০১৯ সাল থেকে বাংলায় বিজেপির ভোট বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। যদি দল আর ১০ শতাংশ ভোট পায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে।’ যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৫০ আসন পাবে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: চাকদা থেকে বিপুল অত্যাধুনিক অস্ত্র উদ্ধার পুলিশের, ‘ম্যাগনেট খলিল’ কে? পুলিশ হেফাজত
আম আদমি পার্টিকে দিল্লিতে হারানো আর তৃণমূল কংগ্রেসকে বাংলায় হারানো এক ব্যাপার নয়। সেটা ২০২১ সালের নির্বাচন থেকে শুরু করে যতগুলি নির্বাচন বাংলায় হয়েছে ততগুলি নির্বাচনে বিজেপি পর্যদুস্ত হয়েছে। তারপরও কেন্দ্রীয় মন্ত্রীর এমন দাবি নিয়ে চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পেয়েছিল বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ১২ সাংসদ পেয়েছে বিজেপি। ২০১৯ সাল থেকে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট বেড়েছে। আর ১০ শতাংশ ভোটের প্রয়োজন ক্ষমতায় আসার জন্য। ২০২৬ সালে বাংলায় আমরা ক্ষমতায় আসব।’ কিন্তু সেই ৭৭ বিধায়ক সংখ্যা যে এখন ৬৬টিতে নেমেছে এবং ১৮টি সাংসদ সংখ্যা কমে ১২টি হয়েছে সেগুলি বলেননি ধর্মেন্দ্র।
এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। আর আক্রমণ করেছেন নানা ইস্যু নিয়ে। তবে ধর্মেন্দ্র প্রধানের তোলা অভিযোগের জবাব দিয়েছেন লোকসভার তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ আইনজীবী–সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদের জবাব, ‘পশ্চিমবাংলায় বিজেপির কোনও জায়গা থাকবে না, নিশ্চিন্তে থাকুন। বাংলায় ২০২৬ সালে বিজেপি ৩০টা আসন পাবে না। ওঁরা বিরোধী দলনেতা দিতে পারবে না।’