একে তো সংগঠন ক্রমেই নড়বড়ে হয়ে গিয়েছে। তার উপর দ্বন্দ্বের জেরে জেরবার অবস্থা। অর্জুন সিংয়ের মতো নেতাও দল ছেড়েছেন। এবার সেই পরিস্থিতিতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টিম। এমনটাই খবর দল সূত্রে। দলের অন্দরমহল সূত্রে খবর, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবার বাংলায় আসতে পারেন। মূলত ২০২৪ এর আগে দলকে শক্তি ভিতের উপর দাঁড় করানোটাই এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বদের নিয়ে এসে কী দল মজবুত করা আদৌ সম্ভব? এই প্রশ্নটাও উঠছে দলের অন্দরে।
দল সূত্রে খবর, স্মৃতি ইরানি, নির্মলা সীতারামণ, এস জয়শঙ্কর, কিরণ রিজেজু, নরেন্দ্র সিং তোমর, ধর্মেন্দ্র প্রধান, অর্জুন মুণ্ডা প্রমুখ কেন্দ্রীয় নেতারা বাংলায় আসতে পারেন। মূলত জনসংযোগ ও নেতৃত্বের মধ্যে মান অভিমান ভাঙিয়ে ফের দলকে চাঙা করাটাই তাঁদের মূল লক্ষ্য।
বিভিন্ন লোকসভা ভিত্তিক এলাকায় তাঁরা আলাদা করে নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলবেন। কেন বিধানসভা নির্বাচনে ও তার পরবর্তী পরিস্থিতিতে বঙ্গ বিজেপি ক্রমে মুষড়ে পড়ছে সেটাই জানার চেষ্টা করবেন তাঁরা। তবে শুধু বাংলায় নয় দেশের ১৯টি রাজ্যে ১৪০টি বিধানসভা এলাকাতেই তাঁরা প্রচার ও জনসংযোগ করবেন।
অন্য়দিকে সোমবার ন্যাশানাল লাইব্রেরিতে বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র পরাজিত ও দুর্বল লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক ও আহ্বায়কদের নিয়ে তিনি বৈঠক করেন। বর্তমান পরিস্থিতিতে মুখ ফসকে কেউ যেন কোনও বিতর্কিত মন্তব্য করে দলকে আরও বিপাকে না ফেলেন সেটা দেখতে বলা হয়েছে।