দিল্লিতে নেতাজি মূর্তির আদল নিয়ে প্রশ্ন তুলে দিলেন বসু পরিবার। এনিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন বসু পরিবারের সদস্য চন্দ্র কুমার বসু। মূর্তির নান্দনিক দিকটির ব্যাপার নজর দেওয়ার আবেদন করেছেন তিনি। মূর্তি তৈরির ক্ষেত্রে উচ্চ পর্যায়ের বার্থডে সেলিব্রেশন কমিটির মিটিং ডাকারও অনুরোধ করেছেন তিনি। চন্দ্র বসু লিখেছেন, ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপনের ব্যাপারে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে সেনা আধিকারিকরা, নেতাজি প্রেমী মানুষরা এই দাবি তুলেছিলেন। সেক্ষেত্রে উচ্চ পর্যায়ের সেন্ট্রাল কমিটির সদস্য হিসাবে ও বসু পরিবারের সদস্য হিসাবে তিনি মূর্তির নান্দনিকতা ও ডিজাইন নিয়ে আলোচনার কথা উল্লেখ করেছেন।
এদিকে এবার নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর ব্যাপারে পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে যতদিন না ওই মূর্তি তৈরি হচ্ছে ততদিন হলোগ্রাম মূর্তি থাকবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন নেতাজির এই মূর্তি আগামী দিনে যুব সম্প্রদায়কে অনুপ্রেরণা দেবে। এদিকে এই বিশাল আকৃতির মূর্তিটি বিখ্যাত ভাস্কর অদ্বৈত গদানায়কের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে। ২৫ ফুট উচ্চতার এই মূর্তিকে ঘিরে দেশবাসীর মধ্য়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন কেন এত দেরি হল এই মূর্তি তৈরি করতে। তবে এসবের মধ্যেই এই মূর্তির আদলকে ঘিরে প্রশ্ন উঠছে বসু পরিবারের মধ্য থেকেই।