বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > টালা সেতু ভাঙার সময় কোন পথে গাড়ি চলাচল, দেখে নিন

টালা সেতু ভাঙার সময় কোন পথে গাড়ি চলাচল, দেখে নিন

১ ফেব্রুয়ারি ভাঙা হবে টালা সেতু (ফাইল ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

টালা সেতু ভাঙার সময় বিকল্প কোন পথে গাড়ি চলাচল করবে, তা দেখে নিন।

দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুরু হচ্ছে টালা সেতু ভাঙার কাজ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতু ভাঙা হবে। সেজন্য ৩১ জানুয়ারি মধ্যরাত পথেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে সেতু।

টালা সেতু বন্ধ থাকার জন্য কোন পথে গাড়ি চলাচল তা দেখে নিন –

উত্তরমুখী বাস-মিনিবাস :

১) চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে আসা বাসগুলি যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, গিরীশ অ্যাভিনিউ, চিৎপুর লকগেট উড়ালপুল হয়ে বি টি রোডে যাবে।

২) এপিসি রোড বা বিধান সরণি থেকে আসা বাসগুলি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ভূপেশ বসু অ্যাভিনিউ ধরে গিরিশ অ্যাভিনিউ, চিৎপুর লকগেট উড়ালপুল হয়ে বি টি রোডে পড়বে।

৩) এপিসি রোড বা বিধান সরণি থেকে আসা বাসগুলি শ্যামবাজার, গালিফ স্ট্রিট, চিৎপুর লকগেট উড়ালপুল দিয়ে বি টি রোডে যাবে।

৪) সল্টলেক, ভিআইপি রোড, রাজারহাটগামী বাসগুলি নিজস্ব রুট ধরে বেলগাছিয়া রোড, বেলগাছিয়া সেতু দিয়ে যাতাযাত করবে।

দক্ষিণমুখী বাস-মিনিবাস :

১) বি টি রোড থেকে পাইকপাড়া মোড়, রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া সেতু থেকে শ্যামবাজারে আসবে।

২) বি টি রোড থেকে আসা বাসগুলি চিড়িয়ামোড়, দমদম রোড, সেভেন ট্যাঙ্কস, রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া সেতু থেকে শ্যামবাজারে যাবে।

উত্তরমুখী ছোটো গাড়ি :

বাসের জন্য নির্ধারিত রুট ধরে যেতে পারবে ছোটো গাড়িগুলি। পাশাপাশি চিৎপুর লকগেট উড়ালপুল, কাশীপুর সেতু ও আর জি কর সেতু হয়ে যেতে পারবে।

দক্ষিণমুখী ছোটো গাড়ি :

১) বি টি রোড থেকে পাইকপাড়া মোড়, রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া সেতু থেকে শ্যামবাজারে আসবে।

২) বি টি রোড থেকে চিড়িয়ামোড়, খগেন চ্যাটার্জি, কাশীপুর রোড, গিরীশ অ্যাভিনিউ, শ্যামবাজারে আসবে।

বন্ধ করুন