রবীন্দ্র সরোবরকে জলদুষণের হাত থেকে বাঁচাতে ফের বড় উদ্যোগ। ছটপুজোতে রবীন্দ্র সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা। কোনওভাবেই যাতে ছটপুজোর জন্য রবীন্দ্রসরোবরকে ব্যবহার করা না হয় সেব্যাপারে উদ্যোগ নিল প্রশাসন। রবীন্দ্র সরোবরকে কার্যত বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। কেউ যাতে রবীন্দ্র সরোবরে নামতে না পারেন সেকারণে এই উদ্যোগ। পাশাপাশি সরোবরে প্রবেশের একাধিক গেটে হোর্ডিং টাঙানো হয়েছে। মূলত রবীন্দ্র সরোবর বাদ দিয়ে বিকল্প কোন জলাশয় ব্যবহার করা যেতে পারে সেটা উল্লেখ করা হয়েছে ওই নোটিশে।
ন্যাশানাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশেই যেকোনও ধরনের পুজা বা অনুষ্ঠানে রবীন্দ্র সরোবরকে ব্যবহার করা যায় না। গত কয়েকবছরের মতো এবারও রবীন্দ্র সরোবরকে ছটপুজোর জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। আগামী রবিবার ও সোমবার বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর।
তবে রবীন্দ্র সরোবরে না ঢুকতে পারলে পূণ্যার্থীরা ঠিক কোথায় যেতে পারেন তার তালিকা দেওয়া হয়েছে। এর জেরে তাঁদের মধ্যে বিশেষ কোনও বিভ্রান্তি থাকবে না। কেউ রবীন্দ্র সরোবরে চলে এলেও তিনি বিকল্প জলাশয়ে চলে যেতে পারবেন। সরকারের তরফে এই জলাশয়ের তালিকা নির্ধারিত করা হয়েছে। কেউ যাতে জলাশয়ে ছটপুজোর সময় নামতে না পারেন সেকারণে কড়া পাহারাও থাকবে গেটে।