বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘ডুগডুগি বাজালেও জিতবে না বিজেপি, বড় বড় ভাব দেখাচ্ছে!’ বিজেপিকে কটাক্ষ মমতার

‘ডুগডুগি বাজালেও জিতবে না বিজেপি, বড় বড় ভাব দেখাচ্ছে!’ বিজেপিকে কটাক্ষ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি, সৌজন্যে পিটিআই। (HT_PRINT)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি মাত্র কয়েকটা রাজ্য জিতেছে। তাও আবার ইলেকশন মেশিনারি এবং একনায়কতন্ত্রের জোরে।'

২০২২-এ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে ৪ রাজ্যে জয় পেয়েছে বিজেপি। এই অবস্থায় ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল পাবে বলেই আশাবাদী দলের নেতৃত্ব। এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, তার এই স্বপ্ন যে পূরণ হবে না তা নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে তিনি বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘ডুগডুগি বাজালেও বিজেপি জিতবে না।’

শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরেই দেখা যায় তুমুল হট্টগোল শুরু হয়ে যায় বিধানসভায়। বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ ত্যাগ করে বাইরে বেরিয়ে যান। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি মাত্র কয়েকটা রাজ্য জিতেছে। তাও আবার ইলেকশন মেশিনারি এবং একনায়কতন্ত্রের জোরে। এতে লাফানোর কিছুই নেই। এ রাজ্যে গো হারান হেরেছে। তার পরেও লজ্জা নেই। বড় বড় ভাব দেখাচ্ছে। ডুগডুগি বাজালেও কিছু হবে না।’

অন্যদিকে, বিজেপি বিধায়কদের বিধানসভা অধিবেশন কক্ষ ত্যাগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই প্রতিবাদকে ‘ফ্লপ শো’ বলে খোঁচা দেন। তিনি বলেন, ‘নিজের ওয়ার্ডে জেতার ক্ষমতা নেই, আবার চিৎকার করে বেড়াচ্ছে। ফ্লপ শো করে বেড়াচ্ছে।’ এছাড়াও এদিনের বাজেট অধিবেশনে বকেয়া অর্থ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যের এখনও ৯০ হাজার কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে। কিন্তু সেই টাকা এখনও দেওয়া হচ্ছে না।’ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর আক্রমণে উঠে এসেছে আমফান, বুলবুল, ইয়াস ঘূর্ণিঝড়ের প্রসঙ্গ। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গকে আমফান, বুলবুল এবং ইয়াসের টাকা এখনও দেওয়া হয়নি।’ মুখ্যমন্ত্রীর আশঙ্কা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে গিয়েছে। এবার পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বাড়বে।

বাংলার মুখ খবর

Latest News

ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.