বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Industry in WB: 'এখানে শিল্প হচ্ছে', হোর্ডিং লাগানোর নির্দেশ মমতার, বললেন ‘ঝড়ে যেন উড়ে না যায়’

Industry in WB: 'এখানে শিল্প হচ্ছে', হোর্ডিং লাগানোর নির্দেশ মমতার, বললেন ‘ঝড়ে যেন উড়ে না যায়’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (HT_PRINT)

বৈঠকে কোথায় কোথায় জাতীয় এবং রাজ্য সড়কের পাশে শিল্প করিডর তৈরি হবে সেই তালিকা পড়ে শোনান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এর পাশাপাশি শিল্পপতিরা কোথায় জমি পেতে পারেন তার তালিকাও তিনি পড়ে শোনান। যে তিনটি শিল্প করিডরের কথা মুখ্য সচিব বলেন সেগুলি হল, ডানকুনি-খড়্গপুর, রঘুনাথপুর-ডানকুনি-হলদিয়া-তাজপুর ।

রাজ্যের যে সমস্ত জায়গাকে শিল্প করিডর বানানোর জন্য চিহ্নিত করা হয়েছে, সেখানে প্রচারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য সেই সমস্ত এলাকায় হোর্ডিং লাগিয়ে ‘এখানে শিল্প হচ্ছে’ বলে প্রচার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পমন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে একটি দল গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এই দলে থাকছেন ৫ জন মহিলা এবং একজন পুরুষ। তিনি হলেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। বুধবার নবান্নের সভাঘরে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক হয়। সেই বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেছেন, প্রমীলাবাহিনীতে বাবুল একমাত্র পুরুষ।

বৈঠকে কোথায় কোথায় জাতীয় এবং রাজ্য সড়কের পাশে শিল্প করিডর তৈরি হবে সেই তালিকা পড়ে শোনান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এর পাশাপাশি শিল্পপতিরা কোথায় জমি পেতে পারেন তার তালিকাও তিনি পড়ে শোনান। যে তিনটি শিল্প করিডোরের কথা মুখ্যসচিব বলেন সেগুলি হল, ডানকুনি-খড়্গপুর, ডানকুনি-কল্যাণী এবং রঘুনাথপুর-ডানকুনি-হলদিয়া-তাজপুর । এরপরে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে শিল্প করিডর তৈরি হচ্ছে বা শিল্পের কথা ভাবা হচ্ছে, এখন থেকে হোর্ডিং লাগিয়ে প্রচার শুরু করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, একটি দল এই বিষয়টির উপর নজরদারি রাখবে। সেই দলে কে কে থাকবে তাও নির্দিষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শশী দফতরের দায়িত্বে আছে। শিল্পসচিব বন্ধনা যাদব খুবই সক্রিয়। দু'জনে মিলে পরিকল্পনা করো। পর্যটন দফতরের অনেকেই হোর্ডিং রয়েছে। জেলা প্রশাসনেরও অনেক হোর্ডিং রয়েছে। সেই হোর্ডিংগুলো লাগানোর চেষ্টা করো।লোকে জানবে এখানে শিল্প হচ্ছে।’

প্রসঙ্গত, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে। সেই কথা মাথায় রেখে হোর্ডিংগুলি তৈরি করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে ঝড়ে হোর্ডিংগুলি ছিঁড়ে না যায়, সে বিষয়টির উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এমন ফ্লেক্স লাগাবে যাতে ঝড়ে উড়ে যেতে না পারে। এতে সরকারের টাকাও নষ্ট হবে না। 

এরপরে শশী পাঁজার দিকে ইঙ্গিত করে মমতা বলেন, ‘এটা খুব বড় কাজ। তোমরা এটার উপর নজরদারি চালাবে। চন্দ্রিমা এবং বাবুলকে তুমি সঙ্গে নেবে।’ প্রসঙ্গত, এই তিনজন ছাড়াও থাকছেন কেএমডিএ’র সিইও অন্তরা যাদব এবং ভূমি ও ভূমি সংরক্ষণ দফতরের সচিব স্মার্কি মহাপাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি নারী ক্ষমতায়নের দল তৈরি করে দিলাম। তার মধ্যে শুধু বাবুল একলা পুরুষ।’ এই কথা শোনার পরেই মুচকি হেসে ফেলেন বাবুল সুপ্রিয়. মন্ত্রী শশী পাঁজাও হেসে ফেলেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন