বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Gangasagar Mela 2023: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ৪ জানুয়ারি সাগরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

Gangasagar Mela 2023: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ৪ জানুয়ারি সাগরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

সূত্রের খবর, আগামী ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে যেতে পারেন। পাশাপাশি, কপিলমুনির আশ্রমেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই স্থানীয় জেলা প্রশাসনকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৩ সালের গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে আগামী ৮ জানুয়ারি থেকে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। গঙ্গাসাগর মেলা সংক্রান্ত বিষয়ে গত ২১ ডিসেম্বর নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে নিজেই সাগরদ্বীপে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে যেতে পারেন। পাশাপাশি, কপিলমুনির আশ্রমেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই স্থানীয় জেলা প্রশাসনকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ৪ জানুয়ারি গঙ্গাসাগরে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী পরের দিন প্রস্তুতি খতিয়ে দেখবেন। এরই মধ্যে কপিলমুনির আশ্রমেও যাবেন। তারপরে ৬ জানুয়ারি তিনি কলকাতায় ফিরে। মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফরের সময় জেলা প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি থাকবেন তৃণমূলের সভাধিপতি শামীমা শেখ। গঙ্গাসাগর মেলার যেহেতু আর বেশি দেরি নেই, তাই ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে প্রশাসন। সেখানে জোর কদমে চলছে কাজ। তবে এবার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরে রেকর্ড সংখ্যক ভিড় হতে পারে বলেই মনে করছেন প্রশাসন। সেই বুঝেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, মুখ্যমন্ত্রী আসার খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন উচ্চপর্যায়ের বৈঠক করেছে। সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসন চাইছে, মুখ্যমন্ত্রী আসার আগেই প্রস্তুতির কাজ সেরে ফেলতে। প্রসঙ্গত, প্রস্তুতির কাজ দেখতে সেখানে গিয়েছেন, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় প্রমুখ। এছাড়া, গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সাগরের বিধায়ক বঙ্কিম হাজরাকে। তিনি আবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও। তিনিও বেশ কয়েকবার প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

বন্ধ করুন