মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। ১ জুন এই সংবর্ধনা অনুষ্ঠানে হবে বিশ্ববাংলা মেলা (মিলন মেলা) প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনার কারণে দু'বছর বন্ধ থাকার পর গত বছর থেকে কৃতী ছাত্র-ছাত্রীদের ফের সংবর্ধনা দিচ্ছে রাজ্য সরকার। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ছাড়া সংবর্ধনা দেওয়া হবে, মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার কৃতীদের।
এর আগে অনুষ্ঠানটি ৬ জুন করার কথা ছিল। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ১ জুন অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
গত ৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। তার পর বুধবার অর্থাৎ ২৪ মে প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল। ৩১ মে থেকে স্কুলে মার্কশিট সংগ্রহ করতে পারবে। তার পর থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু করার আগেই এই সংবর্ধনা অনুষ্ঠান সেরে নিতে চাইছে রাজ্য সরকার। সে কারণে ১ জুন অনুষ্ঠানের দিন ঠিক করা হয়েছে।
(পড়তে পারেন: ৭,৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ, ভোল পালটে দেবে ৬ শিল্প করিডর, ‘এগিয়ে’ যাবে বাংলা)
এর আগে এই অনুষ্ঠানের আয়োজন করা হত কলকাতার টাউন হলে এবার বিশ্ববাংলা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ। যা গতবারের তুলনায় ০.৮১ শতাংশ বেড়েছে। তুলনামূলক ভাবে দেখা যাচ্ছে মাধ্যমিক, আইসিএসই, সিবিএসই-র উল্টো পথে হেঁটে পাশের হার বেড়েছে উচ্চ মাধ্যমিকে। করোনার কারণে মাধ্যমিক পরীক্ষা হয়নি। ফলে এ বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা কেউ মাধ্যমিক পরীক্ষা দেননি।