বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Nirmal Bangla: ফেলে রাখা যাবে না নির্মল বাংলা প্রকল্পের কাজ, সম্পন্ন করার নির্দেশ নবান্নর

Nirmal Bangla: ফেলে রাখা যাবে না নির্মল বাংলা প্রকল্পের কাজ, সম্পন্ন করার নির্দেশ নবান্নর

নবান্ন।

সম্প্রতি মুখ্যসচিব নবান্নে জেলা শাসক-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তাতে স্বচ্ছ ভারত মিশনের পর্যালোচনা নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতে ডিসেম্বরের মধ্যে শৌচালয় তৈরির কাজ সম্পন্ন করতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে নির্মল বাংলার কাজে বিলম্ব নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নমামী গঙ্গা, স্যানিটেশন প্রকল্প, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা থাকার পরেও কেন পঞ্চায়েত এলাকায় জঞ্জাল দ্রুত পরিষ্কার করতে উদ্যোগ নেওয়া হচ্ছে না তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এই সমস্ত কর্মসূচি দ্রুত রূপায়ণের জন্য সমান সময় বেঁধে দিলেন মুখ্য সচিব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই এই কাজ ফেলে রাখা যাবেনা। গ্রামাঞ্চল বা শহর এলাকায় জঞ্জালমুক্ত করতে হবে। শুধু তাই নয়, কাজ শেষ হওয়ার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে।

সম্প্রতি মুখ্যসচিব নবান্ন জেলা শাসক-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তাতে স্বচ্ছ ভারত মিশনের পর্যালোচনা নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতে ডিসেম্বরের মধ্যে শৌচালয় তৈরির কাজ সম্পন্ন করতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এই কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য নিয়মিত বিডিও এবং মহকুমা শাসকদের সঙ্গে জেলা শাসকদের বৈঠক করতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও এই কাজে কোনও সমস্যা হলে তা চিহ্নিত করে সেগুলি সমাধান করতে হবে বলেও নির্দেশ।

এর পাশাপাশি প্লাস্টিক, নোংরা, আবর্জনা প্রভৃতি বর্জ্য শোধন এবং পুনর্ব্যবহারের জন্য জমি চিহ্নিতকরণ, ডিপিআর তৈরি এবং টেন্ডার ডেকে ওয়ার্ক অর্ডার তৈরির কাজ দ্রুত সমন্ন করতে হবে। জঞ্জাল, সেফটিক ট্যাঙ্ক ও কঠিন বর্জ্য পরিষ্কারের জন্য আধুনিক গাড়ি কিনে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এছাড়া বর্জ্যকে পরিষ্কার ইউনিট চালানো, রক্ষণাবেক্ষণের জন্য নীতি তৈরি করতেও বলা হয়েছে।

বন্ধ করুন