বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Child Molestation: বাবা - মা মূক ও বধির, নাবালিকাকে ঘরে ঢুকে যৌন হেনস্থা করল প্রতিবেশী

Child Molestation: বাবা - মা মূক ও বধির, নাবালিকাকে ঘরে ঢুকে যৌন হেনস্থা করল প্রতিবেশী

ধৃত ইলিয়াস মোল্লা।

যদিও অভিযুক্ত ইলিয়াস মোল্লার পরিবারের সদস্যদের দাবি, সে নিরপরাধ। পুরনো ক্ষোভ থাকায় ইলিয়াসকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।

মূক-বধির বাবা-মায়ের নাবালিকা মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে রাজারহাট বকডোবা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তি ইলিয়াস মোল্লাকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। বুধবার ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে রাজারহাটের বকডোবা এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, তাঁর দাদা - বউদি মূক ও বধির। সেই সুযোগে ইলিয়াস মোল্লা নামে স্থানীয় এক ব্যক্তি মঙ্গলবার দুপুরে ঘরে ঢুকে তাঁদের ৯ বছরের মেয়েকে যৌন হেনস্থা করে। ওই নাবালিকা বাড়িতে বিষয়টি জানালে রাজারহাট থানায় লিখিত অভিযোগ করে মেয়েটির পরিবার। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত ইলিয়াস মোল্লাকে গ্রেফতার করেছে। তাকে আদালতে পেশ করেছে পুলিশ।

যদিও অভিযুক্ত ইলিয়াস মোল্লার পরিবারের সদস্যদের দাবি, সে নিরপরাধ। পুরনো ক্ষোভ থাকায় ইলিয়াসকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা। ইতিমধ্যে বিধাননগর মহকুমা হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করিয়েছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে গোটা জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা।

সম্প্রতি একের পর এক নাবালিকা নির্যাতনের ঘটনায় মুখ পুড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। গত মাসে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। যদিও এবার দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ।

 

বন্ধ করুন