বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: শিশু অধিকার কমিশনের নোটিস 'বিভ্রান্তিকর', ব্যাখ্যা চেয়ে পাল্টা চিঠি শুভেন্দুর

Suvendu Adhikari: শিশু অধিকার কমিশনের নোটিস 'বিভ্রান্তিকর', ব্যাখ্যা চেয়ে পাল্টা চিঠি শুভেন্দুর

শুভেন্দুর  বিরুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের জোড়া অভিযোগ দায়ের হয় শিশু অধিকার রক্ষা কমিশনে। (টুইটার)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের প্রসঙ্গ তুলে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন থেকে কেন তাঁকে নোটিশ দেওয়া হল তা জানতে চেয়ে কমিশনে চিঠি দিয়েছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের প্রসঙ্গ তুলে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন থেকে কেন তাঁকে নোটিশ দেওয়া হল তা জানতে চেয়ে কমিশনে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর তরফে বিরোধী দলনেতার আইনজীবী চিঠি পাঠিয়ে জানিয়েছেন, চিঠির বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

গত ১৩ নভেন্বর শুভেন্দু একটি টুইটে লেখেন, কলকাতা শহরের একটি বিলাসবহুল হোটেল 'কয়লা ভাইপো'র ছেলের জন্মদিন উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে ৫০০ পুলিশ বম্ব স্কোয়াড ও গোয়ান্দাবাহিনীও মোতায়েন করা হয়েছে। রাজ্য সরকারের সমালোচনা করে আরও একটি টুইটে লেখেন, কোনও সরকারি নির্দেশ ছাড়াই এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গক্রমে তিনি, উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের নাম উল্লেখ করেন।

 

এর পরই তাঁর বিরুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের জোড়া অভিযোগ দায়ের হয় শিশু অধিকার রক্ষা কমিশনে। পসকো আইনে একটি এফআইআরও দায়ের করা হয় শুভেন্দু বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই কমিশন নোটিশ পাঠায় বিরোধী দলনেতাকে। ওই নোটিশের পাল্টা চিঠি দিয়ে শুভেন্দুর আইনজীবী লেখেন, 'ওই নোটিশের অভিযোগ এতটাই ভিত্তিহীন যে আমার মক্কেল কী জবাব দেবেন বুঝতে পারছেন না।' তিনি আরও লিখেছেন, 'শুভেন্দুর করা টুইটটি বারবার পড়েও তাঁরা বুঝতে পারছেন না কোথায় একজন শিশুকে আক্রমণ করা হয়েছে। টুইটে 'কয়লা ভাইপো'র ছেলের জন্মদিনের কথা বলা হয়েছে। 'কয়লা ভাইপো' বলতে কাকে বোঝানো হয়েছে এবং তাঁর ছেলে যে নাবালক তা কী করে বুঝল কমিশন।'

এ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'কাকে বলেছে তা যদি ভাব সম্প্রসারণ করে বলে দিতে হয় তবে ওর এ সব কথা বলার দরকার কী? ক্ষমতা থাকলে না বলুক না থাকলে ভুলভাল বকা বন্ধ করুক।'

বন্ধ করুন