আজ বড়দিন। ক্রিসমাস ইভে আজ মেতে উঠবে গোটা শহর। পার্ক স্ট্রিট থেকে ময়দান এবং কলকাতা শহর সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। বড়দিনের জোয়ারে গা ভাসিয়েছে নবীন থেকে প্রবীণ সকলেই। কিন্তু এই উৎসবের আনন্দ উদযাপন করার প্রাক্কালে চূড়ান্ত বেলেল্লাপনা দেখা দিল তিলোত্তমা কলকাতায়। আর তার জেরে কড়া পদক্ষেপ করতে হল কলকাতা পুলিশকে। একটি বিবৃতি দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মদ্যপান করে গাড়ি চালানো, বেপরোয়া গাড়ির গতি, নো সিগন্যাল এন্ট্রি এবং হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর জেরে প্রায় ৯ হাজার যাত্রীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকেই পার্ক স্ট্রিট চত্বরে ভিড় উপচে পড়েছে। আজ বুধবার ভিড় আরও বাড়বে বলে মনে করছে লালবাজার। তাই একদিকে যেমন নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তেমন অপরদিকে বড়দিন উপলক্ষ্যে গোটা শহরই সেজে উঠেছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২০ থেকে ২৪ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত ৯ হাজার যাত্রীকে জরিমানা করা হয়েছে। ক্রিসমাস ডে উপলক্ষ্যে ইতিমধ্যেই শহরের নিরাপত্তা আঁটোসাঁটো করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে শহরের নানা রাস্তায় যান নিয়ন্ত্রণ।
আরও পড়ুন: আকাশ থেকে টাকা–পয়সা পড়তে শুরু করেছে! বাংলার জেলায় অর্থ বর্ষণে আলোড়ন
আজ রাস্তায় বেরিয়ে পড়ার আগে কোথায় বন্ধ এবং কোথায় খোলা তা জেনে পথে নামা ভাল। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, আজ ২৫ ডিসেম্বর চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট–সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে। আর অন্যান্য রাস্তায় থাকবে পুলিশের কড়া নজর। তবে মদ্যপান করে রাজপথে বেলেল্লাপনা করলে পুলিশ যে বরদাস্ত করবে না সেটা এখন থেকেই বুঝিয়ে দিয়েছে। ক্রিসমাস ক্যারল, কেকের গন্ধ যখন শহরে পৃথক আমেজ তৈরি করেছে তখন মদ্যপান করে গাড়ি চালানো এবং রাস্তায় অসভ্যতাও বাড়ছে বলে অভিযোগ।
মহিলা পুলিশও রাস্তায় যথেষ্ট পরিমাণে নামানো হয়েছে। যাতে পথের রোমিওদের ধরা যায়। ইভটিজিং ঠেকাতে উইনার্স বাহিনীও থাকছে। কড়া পুলিশি প্রহরা থেকে শুরু করে ওয়াচ টাওয়ারে নজরদারি আজ সবই চলতে শুরু করেছে। বড়দিন উপলক্ষ্যে সিটিজেন পার্ক, মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট সব জায়গায় ভিড় বাড়বে। জেলা থেকেও মানুষ শহরে আনন্দ উপভোগ করতে আসবেন। তাই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, বুধবার রাসেল স্ট্রিটে নো এন্ট্রি থাকবে। বন্ধ থাকবে লিটল রাসেল স্ট্রিট থেকে শেক্সপিয়ার সরণীর ক্রসিং। একমাত্র হো চিন মিন সরণি থেকে পূর্ব দিকেই গাড়ি চলার অনুমতি থাকছে। যাতে বেসামাল শহরবাসীকে নিয়ন্ত্রণে আনা যায়।