বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মমতার দেখানো পথেই এগোচ্ছে CID, শীতলকুচি তদন্তে বাজেয়াপ্ত হল দেবাশিস ধরের ফোন

মমতার দেখানো পথেই এগোচ্ছে CID, শীতলকুচি তদন্তে বাজেয়াপ্ত হল দেবাশিস ধরের ফোন

আইপিএস দেবাশিস ধর। 

গোয়েন্দারা তাঁর কাছে জানতে চান, ঘটনার দিন কি ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি? জবাবে দেবাশিস বাবু জানান, না, জাননি তিনি। গোয়েন্দারা তাঁকে প্রশ্ন করেন, তাহলে কীসের ভিত্তিতে সাংবাদিক বৈঠক করলেন তিনি?

শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে কোচবিহারের অপসৃত পুলিশ সুপার দেবাশিস ধরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করল পুলিশ। মঙ্গলবার তাঁকে দীর্ঘ জেরা করেন তদন্তকারীরা। গোয়েন্দাদের দাবি, বেশ কিছু প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। এর পরই বুধবার তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়।

শীতলকুচি বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ গ্রামবাসীর মৃত্যুর ঘটনার তদন্তে মঙ্গলবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তাঁকে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় বাহিনী গুলি চালানোর পর ওই বুথ যে খালি হয়ে যায় তা কি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন? জবাবে দেবাশিসবাবু জানান, জানাননি তিনি। কেন তিনি কমিশনকে সেকথা জানাননি এই প্রশ্নের মুখে তিনি জানান, ঘটনার ঘনঘটায় তাঁর মনে ছিল না।

গোয়েন্দারা তাঁর কাছে জানতে চান, ঘটনার দিন কি ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি? জবাবে দেবাশিস বাবু জানান, না, জাননি তিনি। গোয়েন্দারা তাঁকে প্রশ্ন করেন, তাহলে কীসের ভিত্তিতে সাংবাদিক বৈঠক করলেন তিনি? জবাবে তিনি জানান, CRPF-এর আধিকারিক তাঁকে যা জানিয়েছিলেন সেকথাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

তৃতীয়বার ক্ষমতায় ফিরে শীতলকুচি গুলিচালনার ঘটনার তদন্তভার CID-কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলে রাখি, ওই ঘটনার পর প্রকাশ্যে এসেছিল একটি অডিও ক্লিপ। যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়ের কথোপকথন শোনা গিয়েছিল। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘ভাল করে FIR করো। IC, SP সবাইকে ফাঁসাতে হবে।’

 

বাংলার মুখ খবর

Latest News

ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, দিলেন ১০টাকার নোট, কন্যা পুজো করলেন অঙ্কিতা দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে হবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে' দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.