বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে ব্যাগ পরীক্ষা করতেই উদ্ধার কার্তুজ, ধৃত যাত্রী

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে ব্যাগ পরীক্ষা করতেই উদ্ধার কার্তুজ, ধৃত যাত্রী

 কলকাতা বিমানবন্দর।

ওই যাত্রীর ছত্তিশগড়ের রায়পুরে যাওয়ার কথা ছিল। শনিবার রাত ১টা নাগাদ কলকাতা থেকে রায়পুরগামী ইন্ডিগো বিমান ৬ ই ৫৬৮ যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলে ওই যাত্রী। তার সঙ্গে ছিল একটি ব্যাগ। সেই ব্যাগ পরীক্ষা করার সময় ধাতব বস্তু দেখতে পান সিআইএসএফ কর্মীরা।

কলকাতা বিমানবন্দরে ফের এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল কার্তুজ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সিআইএসএফ জওয়ানরা নিয়ম মেনে যাত্রীদের ব্যাগ পরীক্ষা করছিলেন। সেই সময় এক যাত্রীর ব্যাগ থেকে এই কার্তুজ উদ্ধার হয়। ঘটনায় ওই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অবিনাশ কুমার আনন্দ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। তাকে বারাকপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীর ছত্তিশগড়ের রায়পুরে যাওয়ার কথা ছিল। শনিবার রাত ১টা নাগাদ কলকাতা থেকে রায়পুরগামী ইন্ডিগো বিমান ৬ ই ৫৬৮ যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলে ওই যাত্রী। তার সঙ্গে ছিল একটি ব্যাগ। সেই ব্যাগ পরীক্ষা করার সময় ধাতব বস্তু দেখতে পান সিআইএসএফ কর্মীরা। তাদের সন্দেহ হওয়ায় যাত্রীর ব্যাগ খুলে তল্লাশি চালানো হয়। এরপরে ব্যাগ থেকে বেরিয়ে আসে ৭ এমএম ক্যালিবারের কার্তুজ। যাত্রীকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসা করা হয়। তার কথায় অসঙ্গতি মেলায় শেষে ওই যাত্রীকে গ্রেফতার করা হয়। কার্তুজ কোথা থেকে তিনি পেয়েছিলেন? এর জন্য কোনও বৈধ অনুমতি ছিল কিনা? সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি যাত্রী। এরপরে ওই যাত্রীকে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেন সিআইএসএফ জওয়ানরা। ওই যাত্রী সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য তাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে তাজা কার্তুজ উদ্ধার হয়েছিল। কলকাতা বিমানবন্দরে হ্যান্ড ব্যাগেজের মধ্যে ৪ রাউন্ড গুলি সহ ওই যাত্রীকে আটক করেছিল সিআইএসএফ। কলকাতা বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় সিআইএসএফের কাছে ধরা পড়ে ওই ব্যক্তি। জানা যায়, বিহার থেকে থেকে মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল ওই যাত্রী মহম্মদ গালিব। পরে এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু যাওয়া জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছিল তারা। বিমানবন্দরে থাকা এক্স-রে মেশিনে লাগেজ চেকিংয়ের সময় কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা তাদের হ্যান্ডব্যাগের মধ্যে ৭.৫৬ ক্যালিবারের কার্তুজ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর দিতে না পারায় মহম্মদ গালিবকে গ্রেফতার করে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন