খাস কলকাতায় মত্ত অবস্থায় প্রতিবেশীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার সন্তোষলাল প্রসাদকে প্রতিবেশীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হবে বলেও জানা গিয়েছে থানা সূত্রে।
কলকাতা পুলিশের এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন সন্তোষলাল। অভিযোগ, শনিবার মত্ত অবস্থায় এক প্রতিবেশীকে রাস্তায় অনুসরণ করছিলেন তিনি। এর পর তাঁর পিছন পিছন প্রতিবেশীর ঘরে ঢুকে পড়েন। ঘরে ঢুকে মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। তাণ্ডব চালান ঘরে। মহিলার চিৎকারে জড়ো হয়ে যান প্রতিবেশীরা। তাঁরাই অভিযুক্তকে পাকড়াও করেন।
এর পর এন্টালি থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগের ভিত্তিতে সন্তোষলাল প্রসাদকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। রবিবার তাঁকে শিয়ালদা আদালতে পেশ করা হয়। ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বলে রাখি এই এন্টালি থানার এলাকাতেই রয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সিভিক ভলান্টিয়ারের এই আচরণে প্রশ্ন উঠছে সেই হাসপাতালের নিরাপত্তা নিয়েও।