শ্লীলতাহানি নিয়ে বিতর্কের মাঝেই ১০০ ক্যানসার আক্রান্ত মহিলাকে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছিলেন রাজ্যপাল। তার ঠিক পরদিনই, অর্থাৎ মঙ্গলবার পৌঁছে গেলেন এক ক্যানসার আক্রান্ত মহিলার বাড়িতে। পেশায় শিক্ষিকা দেবশ্রী পোদ্দার নামে ওই মহিলার বাড়িতে বেশ কিছুক্ষণ থাকেন তিনি। তাঁর পরিবার আশ্বাস দেন পাশের থাকার।
দেবশ্রী শৈলেন সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। গত আগস্ট তাঁর ক্যানসার ধরা পরে। তারপর থেকে তাঁর চিকিৎসা চলেছে । খরচও প্রচুর। তার যোগান দিতে হিমশিম খাচ্ছে পরিবার। মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর বাড়িতে যান। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন। পোদ্দার দম্পতিকে আশ্বাস দেন আর্থিক সাহায্য করার।
আরও পড়ুন। হোটেলে নৃত্যশিল্পীকে ‘যৌনহেনস্থা’ রাজ্যপালের, এবার রাজভবন অভিযান করবে TMC
পরে বেরিয়ে রাজ্যপাল বোস বলেন, ‘আমি ক্যানসার আক্রান্ত রোগীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। রাজভবন থেকে যে ‘মিশন কমপ্যাশন’ প্রকল্প চালু করা হয়েছে, তারই অঙ্গ হিসাবে এই পদক্ষেপ।’
কেন ‘মিশন কমপ্যাশন’
রাজ্যপাল জানান ক্যানসারে তাঁর মেয়েকে হারিয়েছেন। তাই এই রোগে আক্রান্তদের পাশে যতটা সম্ভব থাকার চেষ্টা করেন। সে কারণে ক্যানসার আক্রান্ত রোগীদের আর্থিক সাহায্য দেওয়া হবে এই তহবিলের মাধ্যমে।
আরও পড়ুন। শ্লীলতাহানির পর যৌন হেনস্থার অভিযোগ, বোসকে পদ থেকে সরানোর দাবিতে চিঠি রাষ্ট্রপতিকে
আরও পড়ুন। রাজভবনে শ্লীলতাহানি,তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল কলকাতার CP-র কাছে
রাজ্যপাল বলেন, ‘একজন মানুষ হিসাবে আমি ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে থাকার চেষ্টা করি। আমি তাঁদের আর্থিক সাহায্য, জীবনদায়ী ওষুধ, মেডিকেল সাহায্য করে থাকি। এই লড়াইয়ে আমি একা নয় গোটা নাগরিক সমাজ আমার পাশে রয়েছে।’
সোমবার ১০০ ক্যানসার আক্রান্ত মহিলাদের আর্থিক সাহায্য করার ঘোষণা করেন। এর জন্য দুটি নির্দিষ্ট ইমেলও দেন। সেই ইমেল দুটি হল governor-wb@nic.in, sr.spl.secretary.rajbhavan@gmail.co। এছাড়া ফোনেও আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো যাবে। রাজভবন সূত্রে জানা গিয়েছে , এটি প্রথম দফা। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে।
আরও পড়ুন। রাজ্যপালের নয়া উদ্যোগ, একশো ক্যানসার আক্রান্ত মহিলাদের আর্থিক সাহায্য, বিতর্ক থামবে?