সরস্বতী পুজোর মণ্ডপের সামনে তুমুল নাচ। তাদের নাচের জেরে মণ্ডপের সামনের রাস্তা কার্যত আটকে যায়। এর জেরে রবিবার তপ্ত হয়ে ওঠে এন্টালির ডক্টর সুরেশ সরকার রোড। রাত সাড়ে ১০টা নাগাদ একেবারে রাস্তা আটকে নাচানাচি চলছিল। সেই সময় ওই রাস্তা দিয়ে কয়েকজন যুবক বাইক নিয়ে যাচ্ছিলেন। এদিকে তারা প্রশ্ন করেছিলেন, রাস্তা আটকে নাচ কেন? এই প্রশ্ন করতেই দুপক্ষের মধ্যে প্রথমে বচসা। আর তারপর হাতাহাতি শুরু হয়ে যায়।
লাঠি, রড নিয়ে দুপক্ষই একে অপরের উপর চড়াও হয় বলে অভিযোগ।এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি কোনওরকমে সামাল দেয়। আহত হয়েছিলেন কয়েকজন।
এদিকে এলাকায় অশান্তি হচ্ছে বলে খবর গিয়েছিল পুলিশের কাছে। তারপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। রাতেই এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্য়েই চারজনকে গ্রেফতার করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। কেন রাস্তা আটকে নাচানাচি হচ্ছিল সেই প্রশ্নও উঠছে। সেই সঙ্গেই যুবকদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে অশান্তি যাতে কোনওরকমেই না বৃদ্ধি পায় সেটা দেখছে পুলিশ।