বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Upper primary candidates: উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, যানজট শিয়ালদায়

Upper primary candidates: উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, যানজট শিয়ালদায়

শিয়ালদায় উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। 

চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ সরাতে গিয়ে পুলিশকে প্রথমে বেশ বেকায়দায় পড়তে হয়েছে। কারণ শতাধিক চাকরিপ্রার্থী এদিন রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছিলেন। সেই সময় তাদের সরানোর জন্য প্রথমে মোতায়েন ছিলেন মাত্র চারজন মহিলা পুলিশ। পরে এন্টালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে।

উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের মিছিলে ধুন্ধুমার কাণ্ড। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলল চাকরি প্রার্থীদের। কার্যত টেনে হিঁচড়ে রাস্তা থেকে চাকরি প্রার্থীদের তুলে নিয়ে গেল পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ শিয়ালদহের ডেন্টাল কলেজের সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। তখনই তাদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরি প্রার্থীদের। ঘটনায় তিনজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন।

আপার প্রাইমারিতে ১,৫৮৫ প্রার্থীর ইন্টারভিউ - কারা ডাক পেলেন? কী কী নথি লাগবে?

এদিন চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ সরাতে গিয়ে পুলিশকে প্রথমে বেশ বেকায়দায় পড়তে হয়েছে। কারণ শতাধিক চাকরি প্রার্থী এদিন রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছিলেন। সেই সময় তাদের সরানোর জন্য প্রথমে মোতায়েন ছিলেন মাত্র চারজন মহিলা পুলিশ। পরে এন্টালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে। এরপর তাদের সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। বিক্ষোভ সরাতে চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে পুলিশের ভ্যান ও বাসে তোলা হয়।

প্রায় ২টো পর্যন্ত চলে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। প্রথমে বিক্ষোভ নিয়ন্ত্রণ করা গেলেক পরে আবার নদিয়া জেলা থেকে কয়েকজন চাকরি প্রার্থী এসে পুনরায় বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, গেজেট মেনে ইন্টারভিউয়ের ১৫ দিন আগে ৮ বছরের সমস্ত শূন্যপদে আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ করতে হবে। তাদের এই বিক্ষোভ কালীঘাটে যাওয়ার কথা ছিল। তার আগে শিয়ালদহে পুলিশ তাদের পথ আটকালে তারা রাস্তাতেই বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। যার জেরে শিয়ালদা এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরে বিক্ষোভ উঠে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

বন্ধ করুন