বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata-Abhishek: চলতি মাসেই ত্রিপুরা সফরে যাচ্ছেন মমতা–অভিষেক, কেমন থাকছে সেই কর্মসূচি?‌

Mamata-Abhishek: চলতি মাসেই ত্রিপুরা সফরে যাচ্ছেন মমতা–অভিষেক, কেমন থাকছে সেই কর্মসূচি?‌

অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায় (PTI)

আগামীকাল ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। সোমবার তিনি যাবেন মুর্শিদাবাদে। সাগরদিঘিতে কর্মসূচি সেরে চলে যাবেন আলিপুরদুয়ারে। তারপর ১৮ তারিখ আলিপুরদুয়ার থেকে সোজা মেঘালয়ে। এমনকী মেঘের রাজ্যের তুরা কেন্দ্রে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১৯ তারিখ আলিপুরদুয়ারে ফিরে আসবেন।

রাজ্যজুড়ে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ নিয়ে মানুষের দুয়ারে দিদির দূত কর্মসূচি। আবার সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই দু’‌রকম পরিস্থিতিতে এবার জেলা সফর শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহ থেকেই তা শুরু করছেন মুখ্যমন্ত্রী। তবে জেলা সফরের মাঝে দুই রাজ্যে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক, মেঘালয়। দুই, ত্রিপুরা।

কবে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী ত্রিপুরায়?‌ জানুয়ারি মাসের শেষে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চলতি মাসের তৃতীয় সপ্তাহে সভা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৭–১৯ জানুয়ারি মেঘালয় সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বোলপুরে সভা রয়েছে তাঁর। সেটা এই মাসের শেষেই হওয়ার কথা রয়েছে। ১৯ জানুয়ারির পরই দু’‌দিনের জন্য ত্রিপুরা যেতে পারেন অভিষেক–মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করবেন তাঁরা। আগামী ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন।

এদিকে আগামীকাল ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। সোমবার তিনি যাবেন মুর্শিদাবাদে। সাগরদিঘিতে কর্মসূচি সেরে চলে যাবেন আলিপুরদুয়ারে। তারপর ১৮ তারিখ আলিপুরদুয়ার থেকে সোজা মেঘালয়ে। এমনকী মেঘের রাজ্যের তুরা কেন্দ্রে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১৯ তারিখ আলিপুরদুয়ারে ফিরে আসবেন। সেখান প্রশাসনিক সভা করার কথা তাঁর।

অন্যদিকে মেঘালয় ও ত্রিপুরা—দুই নির্বাচনই গুরুত্বের সঙ্গে দেখছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, মূলত জনজাতি এলাকায় প্রচারে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ব্লক কমিটি তৈরি করা হয়েছে। কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ত্রিপুরার রাজ্য কমিটিতে ১১১ জনকে রাখা হয়েছে। মুর্শিদাবাদের উন্নয়নে সোমবার দুপুরে সাগরদিঘির ধূমার পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী ৩১ জানুয়ারি বীরভূম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে প্রশাসনিক বৈঠক ডাকা হতে পারে বোলপুরে। এমনকী ১ ফেব্রুয়ারি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হতে পারে জেলায়। মাঝে কলকাতায় ফিরলেও মমতা বন্দ্যোপাধ্যায় ফের চলে যাবেন কেষ্টর জেলায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.