বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: সরকারি আইনজীবীদের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কী কড়া নির্দেশ দিলেন তিনি?‌

Mamata Banerjee: সরকারি আইনজীবীদের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কী কড়া নির্দেশ দিলেন তিনি?‌

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (PTI)

সেখানে সরকারি আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার প্রভাবশালী বলে আটকে রাখা হচ্ছে। সঠিক সওয়াল–জবাব হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের মামলারও। এমনকী তপন দত্ত খুনের মামলাও সিবিআইয়ের হাতে গিয়েছে। তাই এবার সরকারি আইনজীবীদের প্যানেলই বদলে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টে একাধিক মামলায় রাজ্য সরকারের মুখ পুড়ছে। তাতে অস্বস্তিও তৈরি হচ্ছে। বিরোধীরাও সুযোগ বুঝে একহাত নিচ্ছে সরকারকে। এই পরিস্থিতিতে সরকারি আইনজীবীদের কাজকর্ম নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, যথাযথ কাজ করছেন না সরকারি আইনজীবীরা। তাঁদের সওয়ালে ফাঁক থাকছে বলেই অনেক মামলায় হেনস্থা হতে হচ্ছে রাজ্য সরকারকে। এই ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিলেন নতুন করে প্যানেল তৈরি করার।

ঠিক কী করলেন মুখ্যমন্ত্রী?‌ কলকাতা হাইকোর্টে একাধিক মামলা রাজ্যের বিপক্ষে গিয়েছে। এমনকী বিরোধী দলনেতার অন্যায়, অপরাধের বিরুদ্ধে এফআইআর করা যাবে না বলে আদালত নির্দেশ দেওয়ায় সরকারি আইনজীবীদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী সদ্য লালন শেখ হত্যা মামলায় সিবিআই আধিকারিকদের রক্ষাকবচ দেওয়ায় বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। আর তারপরই মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং জ্যোতিপ্রিয় মল্লিককে বৈঠকে ডেকে নতুন ডেডিকেটেড প্যানেল তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

আর কী জানা যাচ্ছে?‌ শিক্ষায় দুর্নীতি নিয়ে কড়া ভাষা ব্যবহার করে থাকেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাতে বিরোধীরা অক্সিজেন পেয়ে লাফায়। আবার অনুব্রত মণ্ডলকে ইডি নয়াদিল্লি নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সেখানে সরকারি আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার প্রভাবশালী বলে আটকে রাখা হচ্ছে। সঠিক সওয়াল–জবাব হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের মামলারও। এমনকী তপন দত্ত খুনের মামলাও সিবিআইয়ের হাতে গিয়েছে। তাই এবার সরকারি আইনজীবীদের প্যানেলই বদলে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এই প্যানেলে আশ্চর্যজনকভাবে নাম নেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, তিনি দলের সাংসদ। তাছাড়া সিনিয়র আইনজীবী। তাঁকে সুপ্রিম কোর্টের একাধিক মামলায় কাজে লাগানো হবে। যদিও কোন কোন মামলায় সেটা জানা যায়নি। ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইসব মামলায় একাধিক ফাঁক রয়েছে বলে রাজ্য সরকারকে জানিয়েছেন বলে সূত্রের খবর। তারপরই গোটা প্যানেল নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং তা পরিবর্তনের নির্দেশ দেন।

বন্ধ করুন