বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কবে?‌ নবান্ন থেকে তারিখ জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কবে?‌ নবান্ন থেকে তারিখ জানালেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় (PTI)

রাজ্য সরকারের ল্যান্ড ব্যাঙ্ক নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি জারি করা হবে। আজ, বুধবার শিল্পের জন্য জমি নিয়ে নবান্নে হয়েছে শিল্পপতিদের বৈঠক। রাজ্যের শিল্পের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে বলে নবান্নে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে শিল্প এবং বিনিয়োগ বাড়াতে তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার নবান্নে তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী–সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। আর সেখানে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগামী ২১ নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট চলবে। আজ, বুধবার শিল্পপতি ও বিভিন্ন দফতরের কর্তা ও আধিকারিকদের নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের শিল্প বৈঠকে এই কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

রাজ্যের উন্নয়নে আরও লগ্নি টানতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌রাজ্যে আগামী নভেম্বর মাসে শুরু হবে তিন দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ২১ নভেম্বর থেকে শুরু হয়ে টানা তিন দিন চলবে এই সম্মেলন।’‌ শুধু তাই নয়, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রচারে ৪ থেকে ৫ রাজ্যে রোড–শো করার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। সেই বিষয়ে আজ আলোচনায় উঠে আসে।

এদিকে রাজ্য সরকারের ল্যান্ড ব্যাঙ্ক নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি জারি করা হবে। আজ, বুধবার শিল্পের জন্য জমি নিয়ে নবান্নে হয়েছে শিল্পপতিদের বৈঠক। রাজ্যের শিল্পের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে বলে নবান্নে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে শিল্প বাণিজ্য ক্ষেত্রের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আরও বেশি বিনিয়োগ টানতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, এদিন সেই বিষয়েও আলোচনা করা হয়।

অন্যদিকে বুধবার শিল্প বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়, অভিনেতা দেব, অভিনেতা রাজ চক্রবর্তী, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী–সহ বহু শিল্পপতি। বৈঠকে মুখ্যসচিব জানান, বীরভূমের দেউচা পাচামি কয়লা খনিতে চলতি বছরে মাইনিং শুরু করার চেষ্টা করা হচ্ছে। কাজ পুরোদমে চলছে দেউচা পাচামিতে। দেউচা পাচামিতে কয়লা উত্তোলন শুরু হলে রাজ্যের প্রয়োজন মিটেও কয়লা উদ্বৃত্ত থাকবে। সূত্রের খবর, রাজ্যে তিনটি ইন্ডাস্ট্রিয়াল করিডরের ধার বরাবর কলকারখানা এবং বিভিন্ন কলকারখানার ইউনিট স্থাপন নিশ্চিত করতে নির্দিষ্ট নীতি নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভা সেই নীতিতে ছাড়পত্র দিলেই কার্যকর করা হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন