চলতি মাসেই বিদেশ যাবেন মুখ্যমন্ত্রী। বিদেশযাত্রার আগে মন্ত্রিসভার রদবদল নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি। সূত্রের খবর, নতুন কোনও নাম না নিয়ে আলোচনা হলেও বেশ কয়েকটি দফতরের মন্ত্রী বদলাতে পারেন তিনি।
জানা গিয়েছে, মন্ত্রিসভায় নতুন কোনও নাম যুক্ত হচ্ছে না। তবে কয়েকটি দফতরের মন্ত্রী বদলাতে পারেন মু্খ্যমন্ত্রী। এই সময়ের প্রতিবেদন অনুযায়ী পর্যটন, খাদ্য এবং অচিরাচরিত শক্তি দফতরের মন্ত্রী বদল করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। এই দফতরগুলির কাজকর্মে খুব একটা খুশি নন মুখ্যমন্ত্রী। আপাতত নিজেই দফতরগুলির উপর নজরদারি করছিলেন। তবে এবার তিনি মন্ত্রী বদলাতে পারেন।
খাদ্য দফতরের কিছু সিদ্ধান্তে খুশি নন মুখ্যমন্ত্রী। তাই ওই দফতরের মন্ত্রী বদল করতে পারেন। খাদ্য দফতরের দায়িত্বে রয়েছেন, রথীন ঘোষ। শোনা যাচ্ছে সেই দফতর ফের বর্তমানে বনদফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে যেতে পারে। এর আগে খাদ্য দফতরের মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয়।
(পড়তে পারেন। ৫ লক্ষ টাকা বন্ড জমা দিয়ে বিনিয়োগ টানতে মমতার সঙ্গে বিদেশ যেতে পারবেন কুণাল)
প্রসঙ্গত, অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্বে রয়েছেন রথীন ঘোষ। ওই দফতরের কাজেও খুশি নন মুখ্যমন্ত্রী। ফলে দফতরের দায়িত্ব অন্য কাউকে দিতে পারেন তি।
জানা যাচ্ছে, মন্ত্রী বদল হতে পারে পর্যটন দফতরেও। বর্তমানে ওই দফতরের দায়িত্ব রয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। সম্প্রতি পর্যটন দফতর এবং পর্যটন উন্নয়ন নিগমের মতে অমিল প্রকাশ্যে আসে। তার পর থেকেই মন্ত্রিসভার কাজকর্মে নজরদারি ছিল নবান্নের। এবার পর্যটনের মন্ত্রী বদল হতে পারে। বাবুলের জায়গায় ইন্দ্রনীল সেনকে দায়িত্বে দেওয়া হতে পারে। ইন্দ্রনীল আগে পর্যটন দফতরের মন্ত্রী ছিলেন। ফের তাঁকে ওই দফতর দেওয়া হতে পারে।
রাজ্যে লগ্নি টানতে ১২ সেপ্টেম্বর স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে এই রদবদল করতে পারেন তিনি। নবান্ন সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।