বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ভাত–ওল–ট্যাংরা মাছ খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায়, আপত্তি তৃণমূলেই

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ভাত–ওল–ট্যাংরা মাছ খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায়, আপত্তি তৃণমূলেই

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের খাঁপুকুরে এসেছিলেন অশীতিপর জয়ন্তী চক্রবর্তী ও হৃষীকেশ মণ্ডল। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাঠে তখন মানুষজনকে শীতবস্ত্র তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধ হৃষীকেশবাবুকে কাছে ডেকে কাঁধে চাদর জড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। আবেগে কেঁদেই ফেললেন বৃদ্ধ। 

গ্রামবাসীরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না! তাঁদের সামনে বসে যিনি চাটাই বুনছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার চাটাই বুনতে বুনতে মণ্ডলবাড়ির মেয়েদের তাঁর প্রশ্ন, ‘দুপুরের খাওয়া হয়েছে?’ দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে নমিতা মণ্ডল বললেন, ‘না দিদি, খাইনি। একটু পরে খাব। আপনি খাবেন?’ উত্তর এল, ‘খাব। দুপুরে এখনও খাইনি কিছু।’ বিস্ময়ে তখন গৃহবধূরা চোখ চাওয়াচাওয়ি করছেন। নমিতা বললেন, ‘দিদি, আমাদের তো ভাত আর ট্যাংরা মাছের ঝোল হয়েছে। মোটা চালের ভাত আপনি খেতে পারবেন?’ মমতা বললেন, ‘কেন পারব না? খিদে পেয়েছে। দিন আমাকে খেতে!’ এবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় একটি স্টিকার তৈরি করে পোস্ট করা হয়েছে। নীল রঙের ব্যাকগ্রাউন্ডে সেই পোস্টে লেখা, ‘‌ভাঙা চেয়ারে বসে মমতার মধ্যাহ্নভোজ। রেশনের চালের ভাত, ওল আর ট্যাংরা মাছ দেহাতিদের সঙ্গে জমিয়ে খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’‌ এই পোস্ট নিয়েই এবার আপত্তি উঠল তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেই।

বিষয়টি ঠিক কী ঘটেছে? বুধবারের দুপুরে সবাই দেখলেন‌ স্টিলের থালায় ভাত, ওল–ট্যাংরার ঝোল। তৃপ্তি সহকারে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন মুখ্যমন্ত্রী। তিনি যখন কলকাতার পথে তখনও নমিতা–কমলাদের ঘোর কাটেনি। মুখে তাঁদের একটাই কথা, ‘কোথায় মুখ্যমন্ত্রী! ইনি তো দিদির মতোই সব আপন করে নিলেন। আমরা এখনও ভাবতেই পারছি না।’‌ এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে আপত্তি উঠেছে দলের অন্দর থেকেই। কারণ ওই পোস্টের তার নীচে লেখা, ‘‌তৃণমূল, আমার, আপনার, বাংলার।’‌ আর এই স্টিকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

ঠিক কী বলেছে তৃণমূল কংগ্রেস?‌ এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‌এই স্টিকার তৈরি এবং প্রকাশ কোনওটাই তৃণমূল কংগ্রেস করেনি। যে ভাষা ব্যবহার করা হয়েছে তা দল অনুমোদন করে না। যে ছবি এবং ক্যাপশন দেওয়া হয়েছে তাও দল অনুমোদন করে না। আমরা মনে করি এটা আসলে পরিকল্পনা করে নঞর্থক প্রচারের উদ্দেশে পরিকল্পনা করে করা হয়েছে।’‌

আর কী দেখা গিয়েছিল?‌ হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের খাঁপুকুরে এসেছিলেন অশীতিপর জয়ন্তী চক্রবর্তী ও হৃষীকেশ মণ্ডল। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাঠে তখন মানুষজনকে শীতবস্ত্র তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধ হৃষীকেশবাবুকে কাছে ডেকে কাঁধে চাদর জড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। আবেগে কেঁদেই ফেললেন বৃদ্ধ। মুখ্যমন্ত্রীকে বলে উঠলেন, ‘মা, এখানকার জল বড় লোনা। একটু খাবার জলের ব্যবস্থা করে দেবে!’ বৃদ্ধের সঙ্গে গলা মেলালেন অনেকেই। তখন হ্যান্ড মাইক টেনে নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘এডিএম প্রীতি গোয়েলকে সুন্দরবনের চার্জ দেওয়া হচ্ছে। ওঁকে বলবো, সাতদিনের মধ্যে জলের ব্যবস্থা করতে হবে। ২০২৪ সালের মধ্যে সব বাড়িতে নলবাহী জল পৌঁছে দেব।’‌

বাংলার মুখ খবর

Latest News

চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.