বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌বাংলায় বিভেদের কোনও জায়গা নেই’‌, প্রথম ক্যাবিনেট বৈঠকে মমতার বার্তা

‘‌বাংলায় বিভেদের কোনও জায়গা নেই’‌, প্রথম ক্যাবিনেট বৈঠকে মমতার বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে বলে মনে করছেন অনেকে।

আজ মন্ত্রিসভা শপথ নেওয়ার পর প্রথম বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের সময় থেকেই তিনি বলছেন, বাংলায় কোনও জাত–ধর্মের বিভেদ করা চলবে না। বিজেপি এই বিভেদের রাজনীতি করছে। আমরা ক্ষমতায় এসে তা রুখবই। সোমবার সেই কথাই রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বাংলায় বিভেদের কোনও জায়গা নেই। এই রায় সবাইকে নিয়ে চলার রায়। এই রায় উন্নয়নের পক্ষে, সভ্যতার পক্ষে। সব অংশের প্রতিনিধিত্বে ক্যাবিনেট গড়া হয়েছে। বাংলায় আমরা ঐক্য চাই।’‌

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে বলে মনে করছেন অনেকে। বিজেপি রাজ্যে হিন্দুত্বের পক্ষে সওয়াল করে গিয়েছে। কখনও জাতপাতের রাজনীতি করেছে বলেও অভিযোগ। সেখানে সবাই এক হয়ে চলতে হবে বলে বার্তা দেন তিনি। এদিন ঈদের জন্য ছোট করে ৫০ জন মিলে জমায়েত করার অনুমতি পাওয়া যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। এমনকী ছোট্ট ছোট্ট প্রার্থনা সভা করা যাবে বলেছেন।

এদিন তিনি বলেন, ‘মুখ্যসচিবের নেতৃত্বে আজই একটা ক্যাবিনেট গঠন করা হয়েছে। হোম, ফাইনান্স, হেলথ, এবং ইন্ডাস্ট্রির সচিবদের নিয়ে তা গঠন করা হয়েছে। তারা প্রত্যেকটি পলিসির ব্যাপারে এখন থেকে কাজ করবে। যে প্রতিশ্রতি আমরা দিয়েছি, সেগুলি পূরণ করা হবে কোভিডের পর। পেনশন, স্কলারশিপের মতো টাকা যেন আটকে না থাকে সেদিকে জোর দেওয়া হবে।’‌

তৃতীয়বার সরকারে এসে প্রথম বৈঠকেই তিনি বলেন, ‘‌আমরা জনগণের কাছে খুব কৃতজ্ঞ। মানুষের ভালবাসায় যে সরকার গড়তে পেরেছি তাতে খুশি। আমরা হ্যাট্রিক করতে পেরেছি। সমস্ত ধর্ম ও মা– বোনেরা আমাদের সাহায্য করেছে। আমরা কোনও বিভেদ চাই না। ঐক্য চাই।’‌ যেসব প্রতিশ্রুতি ইস্তেহারে দওয়া হয়েছিল সেগুলি কোভিড পরিস্থিতির পর শুরু হবে বলেও জানান তিনি।

বন্ধ করুন