বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘পড়ুয়াদের ঋণ দিতে বাধা হবেন না’‌, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে বার্তা মমতার

‘পড়ুয়াদের ঋণ দিতে বাধা হবেন না’‌, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে বার্তা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ হাজার পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড তুলে দিলেন তিনি।

আবার প্রতিশ্রুতিপূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দেওয়ার পর এবার পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ হাজার পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড তুলে দিলেন তিনি। এমনকী ব্যাঙ্কগুলিকে ঋণ দিতে বাধা তৈরির চেষ্টা না করারও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে তিনি বলেন, ‘‌আমরা যা কথা দিয়েছিলাম সব করে দিয়েছি। দুয়ারে সরকার, দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষ। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি ছিল, সেটাও এবার দেওয়া হল। এখানে গ্যারান্টার রাজ্য সরকার। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। প্রথমে ৫ হাজার পড়ুয়াকে ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। ৪০ বছর বয়স পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার কেনা যাবে। অর্থের জন্য কারও উচ্চশিক্ষা আর বাধাপ্রাপ্ত হবে না।’‌

নবান্ন সূত্রে খবর, ঋণ দেওয়ার জন্য নতুন তিনটি ব্যাঙ্ক রাজি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করেছেন। তারপরই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে যে তারা ছাত্রছাত্রীদের ঋণ দেবে। ফলে মোট ১০টি ব্যাঙ্ক থেকে ঋণ পাবে ছাত্রছাত্রীরা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এখন সমবায় ব্যাঙ্কগুলি থেকে ঋণ মিলবে। আশা করব অন্যান্য ব্যাঙ্কও ঋণ দেবে। ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আর ১ থেকে ৭ ফেব্রুয়ারি রাজ্যে স্টুডেন্ট সপ্তাহ পালন করা হচ্ছে। ব্যাঙ্কগুলিকে বলছি, দয়া করে ছাত্রছাত্রীদের এই ক্রেডিট কার্ডের ঋণ দিতে বাধা হয়ে দাঁড়াবেন না।’‌

তৃতীয়বার সরকারে আসার আগে এই প্রকল্পগুলির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তা বাস্তবায়িত করলেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘‌ইতিমধ্যেই ১ হাজার ৫৪২ কোটি টাকা অনুমোদন হয়ে গিয়েছে। যতক্ষণ না আমাদের সরকার এসেছে ততক্ষণ শিক্ষা ব্যবস্থার কোনও উন্নতি হয়নি বাংলায়। দেশ গঠনের ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের যেরকম ট‍্যাব দেওয়া হচ্ছে আগামী দিনেও দেওয়া হবে‌। সাইকেল দেওয়া হবে। সাধারণ পরিবারের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস সরকার। এখন স্কুলছুটের সংখ্যাও কমেছে।’‌

বন্ধ করুন