কথা দিয়েছিলেন আসবেন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথের রশিতে টান দিয়ে কলকাতায় ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। একইসঙ্গে মঙ্গলারতি করলেন। মুখ্যমন্ত্রীর এই রথ উৎসবের সূচনা দেখতে ভিড় জমিয়েছিলেন মানুষজন। আর এখান থেকেই অসকনের উদ্দেশে বিশেষ ঘোষণা করে দিলেন তিনি।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? আজ, শুক্রবার ইসকনের মন্দিরে রথের দড়িতে টান দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘ইসকনের রথযাত্রায় বহু ভক্তের সমাগম হয়েছে। নবদ্বীপ ধামে ইসকন শহর তৈরি হচ্ছে। জগন্নাথ প্রভুর কাছে সকলের মঙ্গল কামনা করি। জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন। বিশ্বের মঙ্গল হোক। রাজ্যের মঙ্গল হোক। সকল পরিবারের মঙ্গল হোক।’ এদিন ইসকনের রথযাত্রায় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
কেমন করে রথযাত্রার সূচনা করলেন? শুক্রবার সারা দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। সেই উপলক্ষ্যে আজ কলকাতার মিন্টো পার্কের ইসকন মন্দিরের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতেই প্রথম এই বছরে ইসকন মন্দিরের রথের রশিতে টান পড়ল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নুসরত জাহান, পুলিশ কমিশনার। এখানে মঙ্গল আরতি করেন মুখ্যমন্ত্রী। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে রথে আরতি করে রশিতে টান দিলেন তিনি। ভোগ নিবেদনও করেন তিনি।
উল্লেখ্য, ১৯৭১ সালে প্রথম এই রথযাত্রা সূচনা হয় কলকাতায়। তারপর থেকে প্রত্যেক বছরই মায়াপুরের আদলে রথের চাকা গড়িয়েছে। ২০২১ সালে কলকাতার ইসকন মন্দিরের রথযাত্রা সুবর্ণ জয়ন্তী ছিল। কিন্তু করোনাভাইরাসের দাপটে তা পালন করা সম্ভব হয়নি। এই বছরে অতিমারীর দাপট কাটিয়ে জাঁকজমক করেই আয়োজন করা হয়েছে ইসকন মন্দিরের রথযাত্রার।