বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: ‘‌কিছু দুষ্টু লোক তো সব জায়গায় আছে ’‌, নারী সুরক্ষায় অ্যাপ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: ‘‌কিছু দুষ্টু লোক তো সব জায়গায় আছে ’‌, নারী সুরক্ষায় অ্যাপ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় (AP)

আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬ তলা মাল্টি লেভেল কার পার্কিং জোনের উদ্বোধন করেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, আপাতত এখানে বড়, ছোট মিলিয়ে ৪০০ গাড়ি পার্ক করা যাবে। এটি আরও চারতলা বাড়বে। এই কার পার্কিং জোনের নাম দেওয়া হয়েছে ‘সম্পন্ন’।

আলিপুরে পরিবহন দফতরের মাল্টি লেভেল কার পার্কিংয়ের বহুতল এবং অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বহুতল গড়ে তোলার ফলে বহু গাড়ি পার্কিং করা যাবে। আবার অ্যাপের মাধ্যমে নারী সুরক্ষা কার্যকর হবে। একসঙ্গে এই দুটি উদ্বোধন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আর বার্তা দিয়েছেন নারী সুরক্ষা নিয়ে।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ এই অ্যাপটির নাম ভেহিকেল লোকেশন ট্র্যাকিং অ্যাপ। মূলত পরিবহণ দফতর এবং পুলিশের দায়িত্ব হবে এই অ্যাপটির মাধ্যমে অপরাধ রোখার। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌কিছু দুষ্টু লোক তো সব জায়গায় আছে। এই অ্যাপটি মা–বোনেদের নিরাপদ রাখার জন্য। গাড়িতেই থাকবে প্যানিক বোতাম। তা টিপলেই পুলিশ এবং পরিবহণ দফতর সংকেত পাবে। সেই মতো গাড়িটিকে চিহ্নিত করা যাবে। রাতে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়ে বিপাকে পড়লেও এই অ্যাপের মাধ্যমে সংকেত পাঠালে সাহায্য করবে পুলিশ ও পরিবহণ দফতর। সেইসঙ্গে নজর রাখবে গাড়ির গতির উপরেও। সব গাড়িতেই লক্ষ্য রাখবে পুলিশ ও পরিবহন দফতর।’‌

আর কী জানা যাচ্ছে?‌ আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬ তলা মাল্টি লেভেল কার পার্কিং জোনের উদ্বোধন করেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, আপাতত এখানে বড়, ছোট মিলিয়ে ৪০০ গাড়ি পার্ক করা যাবে। এটি আরও চারতলা বাড়বে। এই কার পার্কিং জোনের নাম দেওয়া হয়েছে ‘সম্পন্ন’। আলিপুর চিড়িয়াখানা–সহ সংলগ্ন এলাকায় যাঁরা গাড়ি নিয়ে যাবেন তাঁদের আর রাস্তায় গাড়ি পার্ক করতে হবে না। এবার থেকে সম্পন্নতেই নিশ্চিন্তে রাখা যাবে গাড়ি।

আর কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ এই নির্মীয়মাণ ‘ধনধান্য’ স্টেডিয়াম উদ্বোধনের সময়সীমাও আজ নির্ধারিত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর হিডকো চেয়ারম্যান দেবাশিস সেনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কত দিন লাগবে?’‌ তিনি জানান, তিন মাস। তখন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌পয়লা বৈশাখের আগেই যেন তা করা যায়। প্রাপ্তির বছর শুরু হল। এবার তা চলবে।’‌

বন্ধ করুন