বৃহস্পতিবার নতুন করে সাজানো টাউন হলের উদ্বোধনের পর ডব্লুবিসিএস অফিসারদের জন্য ঘোষণা করলেন বিশেষ ভাতা। এমনকী প্রশংসা করলেন রাজ্যের তিন জেলাশাসকের। আবার ডব্লুবিসিএস অফিসারদের পদ বাড়ানোর কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।
আমলাদের জন্য কল্পতরু হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নতুন করে সাজানো টাউন হলের উদ্বোধনের পর ডব্লুবিসিএস অফিসারদের জন্য ঘোষণা করলেন বিশেষ ভাতা। এমনকী প্রশংসা করলেন রাজ্যের তিন জেলাশাসকের। আবার ডব্লুবিসিএস অফিসারদের পদ বাড়ানোর কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। আর এখানেই বললেন, ‘আমলারাই সরকারের আসল মুখ।’
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? আজ, বৃহস্পতিবার নতুন টাউন হলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বিডিও, ডিএমদের প্রশংসা করেন। সরাসরি পুরুলিয়া, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরের ডিএমের প্রশংসা করেন তিনি। আর বলেন, ‘করোনাভাইরাস আবহে ডব্লুবিসিএস অফিসাররা খুব ভাল কাজ করেছেন। আমলারাই সরকারের আসল মুখ। আমার নজরে রয়েছে কারা কে, কী কাজ করছেন। আগামী দিনে জেলা বাড়ানো হবে।’
এদিন দীর্ঘদিনের অভিযোগ ফের শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। সেখানে কেন্দরীয় সরকারকে ফের কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। এদিনও কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র প্রয়োজন মতো আইএএস অফিসার দিচ্ছে না। রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। বারবার এই বিষয়ে কথা বলেও কোনও লাভ হয়নি। পাওনা টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা।’