বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: নিজেকে পলিটিক্যাল গবেট বললেন কেন?‌ মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে চর্চা তুঙ্গে

Mamata Banerjee: নিজেকে পলিটিক্যাল গবেট বললেন কেন?‌ মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে চর্চা তুঙ্গে

মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি, সৌজন্যে পিটিআই)

মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে অনেকেরই মত, তাঁর সরকারের কাজ বা প্রকল্প নিয়ে বিধানসভায় বিরোধী দল বিজেপির লাগাতার আক্রমণেরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী কৌশলে। অন্যদিকে সাড়ে তিন দশকের বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছেন একা লড়াই করে। টানা তিনবার তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী তিনি।

রাজভবন থেকে ফিরে বিধানসভায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন প্রায় শেষের দিকে বিধানসভার অধিবেশন পর্ব। তখন খাদ্য বাজেট নিয়ে বক্তৃতার মাঝেই ‘পলিটিক্যালি গবেট’ প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে কেন মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন?‌ সেটা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ওই মন্তব্যের আগে এবং পরে অবশ্য বিষয়টি নিয়ে কোনও কথাই বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জোর চর্চা শুরু হয়েছে নিজের সম্পর্কে মমতার এমন মন্তব্য নিয়ে।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ বিধানসভায় রেশন এবং পোস্ত চাষের অধিকার নিয়েও তিনি সরব হয়েছিলেন। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমাকে কেউ পলিটিক্যালি গবেট ভাবতে পারেন, আমার কিছু করার নেই। উন্নয়নের জন্য যে কেউ পরামর্শ দিতে পারেন। আগে বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যেত। আমি নষ্ট ধান দিয়ে ধান চাষ করতে বলি। এখন প্রচুর নোনা ধান হয়। সব রাজ্য পোস্ত চাষের অনুমতি পেলে আমাদের রাজ্য কেন পাবে না?‌ ইতিমধ্যেই চিঠি দিয়েছি। বিরোধী বন্ধুরাও বলুন।’‌ বৃহস্পতিবার সন্ধ্যায় বিধানসভায় নিজের বক্তব্যের মাঝে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর কী জানা যাচ্ছে?‌ রেশন ব্যবস্থার উন্নতি করার জন্য রাজ্য সরকার অনেক কিছু করলেও, কেন্দ্র যে এখনও যে রাজ্যকে বঞ্চিত করছে, সেটাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার নিজের খরচে প্রায় ৩ কোটি রেশন গ্রাহককে খাদ্য সরবরাহ করে। এর জন্য কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়া উচিত। এখানেই মুখ্যমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘‌আমাকে কেউ ‘পলিটিক্যাল গবেট’ ভাবতে পারেন। আমার কিছু করার নেই। গণতন্ত্রে সবাই সবার কাছে গ্রহণযোগ্য হবে, তার কোনও মানে নেই। এখন ভাল চাল দেওয়া হয়। আগে এফসিআই বালি, কাঁকর মেশানো চাল দিত।’‌

এদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে অনেকেরই মত, তাঁর সরকারের কাজ বা প্রকল্প নিয়ে বিধানসভায় বিরোধী দল বিজেপির লাগাতার আক্রমণেরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী কৌশলে। অন্যদিকে সাড়ে তিন দশকের বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছেন একা লড়াই করে। টানা তিনবার তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও থেকেছেন বহুদিন। তাঁর বক্তৃতায় রাজ্যের খাদ্য সরবরাহ পরিস্থিতি, উৎপাদন–সহ রাজ্যের প্রকল্পের বিররণ দেন মমতা। সাধারণ মানুষকে বিনা পয়সায় খাদ্য সরবরাহ করার বিবরণও দেন তিনি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score