বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Independence Day: ‘‌আমরা মূল্যবোধ ও মৌলিক অধিকারকে সংরক্ষণ করব’‌, তাৎপর্যপূর্ণ টুইট মুখ্যমন্ত্রীর

Independence Day: ‘‌আমরা মূল্যবোধ ও মৌলিক অধিকারকে সংরক্ষণ করব’‌, তাৎপর্যপূর্ণ টুইট মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ANI)

রেড রোডে প্রতি জোনের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার। তাঁদের সাহায্য করবেন অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার অফিসার। একহাজারের উপরে পুলিশ কর্মী নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন। মোট ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নেতৃত্ব দেবেন।

আজ, সোমবার ভারতের স্বাধীনতা দিবস। এই দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচারে মনীষীদের ছবি আপলোড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একতার কথা বলেছিলেন। এবার মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার কথা জানালেন। যা এককথায় তাৎপর্যপূর্ণ।

ঠিক কী লিখেছেন মুখ্যমন্ত্রী?‌ আজ, সোমবার সকালে তিনি টুইট করে লেখেন, ‘‌স্বাধীনতার ৭৫ বছর। আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যাঁরা দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে। আমরা ভারতীয়রা, তাঁদের সেই ঐতিহ্যকে ধরে রাখব এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক অধিকারকে সংরক্ষণ করব।’‌

আর কী কর্মসূচি আছে মুখ্যমন্ত্রীর?‌ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে থাকবে রাজ্য সরকারের একাধিক জনপ্রিয় প্রকল্পের ট্যাবলো। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবার বড় আকারে হতে চলেছে। শহরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, ১৫ অগস্ট কলকাতার রাস্তায় থাকবে অতিরিক্ত ২৫০০ পুলিশ।

কেমন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে?‌ রেড রোডে প্রতি জোনের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার। তাঁদের সাহায্য করবেন অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার অফিসার। একহাজারের উপরে পুলিশ কর্মী নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন। মোট ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নেতৃত্ব দেবেন। রেড রোডে নজরদারির জন্য মোট ৬টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। তিনটি জায়গায় কলকাতা পুলিশের স্পেশাল কম্যান্ড বাহিনী প্রস্তুত রাখছে লালবাজার। সব গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাবে পুলিশ। শহরের মেট্রো বাজার, দর্শনীয় স্থান–সহ গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নিরাপত্তা বজায় থাকবে। ১১টি বাঙ্কারও তৈরি হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.