বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‌‘‌আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে ’‌, দ্বিতীয় বর্ষপূর্তিতে টুইট মমতার

‌‘‌আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে ’‌, দ্বিতীয় বর্ষপূর্তিতে টুইট মমতার

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। (ANI Photo) (Ashok Majumder)

কিন্তু একুশের নির্বাচনে সবাই পরাজিত হয়েছে। আর বিজেপি হয়েছে প্রধান বিরোধী দল। এখন ইডি–সিবিআইকে সামনে রেখে বিজেপি ঘর গোছাতে চাইছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা–মন্ত্রী–বিধায়ক নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন। কিন্তু সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা নির্বাচন আছে।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রবল চেষ্টাকে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকী এই নির্বাচনে বাংলায় সর্বশক্তি ঢেলে দিয়েছিল বিজেপি। তারপর বিজেপির শীর্ষ নেতারা স্লোগান তুলেছিলেন, ‘‌অব কি বার, দোশো পার।’ কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তারপর বাংলায় যতগুলি নির্বাচন বা উপনির্বাচন হয়েছে সব কটিতেই হেরেছে বিজেপি। তারপর নামিয়ে আনা হয়েছে ইডি–সিবিআইকে। কিন্তু আজ ২ মে। তৃণমূল কংগ্রেসের জয়ের দু’বছর পূর্তিতে রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গে টুইট করে দিলেন লড়াইয়ের বার্তা।

ঠিক কী লিখেছেন মুখ্যমন্ত্রী?‌ আজ মঙ্গলবার সরকারের দ্বিতীয় বর্ষের পূর্তিতে একদিকে মানুষকে লড়াই করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নাম না করে বিজেপির বিরুদ্ধে লড়াই করে জেতার ডাকও দিয়েছেন। তাই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘২০২১ সালে আজকের দিনে বাংলার মা–মাটি–মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে। কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে।’ অর্থাৎ পঞ্চায়েত–লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জেতার কথা বলেছেন তিনি।

বিজেপি ঠিক কী বলছে?‌ এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় টুইট করেছেন শুভেন্দু অধিকারী। আর কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শুভেন্দু টুইটে লেখেন, ‘‌২০২১ সালের ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট পরবর্তী ভয়াবহ হিংসা এবং সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে। এখন আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল। বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না। তাঁদের সঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা আমরা যেন ভুলে না যাই।’‌ আর কটাক্ষ করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাও নিশ্চয়ই স্মরণে আছে যে, তাঁর নন্দীগ্রামে হারেরও আজ দ্বিতীয় বর্ষপূর্তি।’

আর কী জানা যাচ্ছে?‌ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বাম–কংগ্রেস জোটের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু একুশের নির্বাচনে সবাই পরাজিত হয়েছে। আর বিজেপি হয়েছে প্রধান বিরোধী দল। এখন ইডি–সিবিআইকে সামনে রেখে বিজেপি ঘর গোছাতে চাইছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা–মন্ত্রী–বিধায়ক নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন। কিন্তু সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা নির্বাচন আছে। সেখানেই বিজেপিকে লড়াই করে পরাস্ত করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

'খুন করতে যাইনি, খালি...' সলমনের বাড়ির সামনে গুলি, ধরা পড়তেই সাফাই ২ অভিযুক্তর ‘অবৈধ ভাবে’প্রবেশ,আটক ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর আগেই মার্কিন হাসপাতালে মৃত্যু সিকিম ও অসমের ওপরে আছে ২টি ঘূর্ণাবর্ত, তাপপ্রবাহের থেকে রেহাই পাবে বাংলা? মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল দ্বিতীয় বিবহবার্ষিকীর পর ‘ঝড়’ জীবনে? ইনস্টাগ্রামে কীসের ইঙ্গিত দিলেন আলিয়া কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল ফের গুলির আওয়াজে তটস্থ ভাটপাড়া, জখম তৃণমূল সমর্থক, অভিযোগের তিরে বিদ্ধ পদ্ম

Latest IPL News

কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.