বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শরাফ হাউসে এখনও নেভেনি আগুন, রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

শরাফ হাউসে এখনও নেভেনি আগুন, রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

অগ্নিকাণ্ডের ঘটনা সরেজমিনে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, বুধবার ডালহৌসির শরাফ হাউসের তিনতলার উপরের ছাদের একটি বিরাট অংশে আগুন লাগে। আগুনের টুকরো ছিটকে নীচে পড়ে বলে খবর। দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। এই অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও বহুতল থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

আড়াই ঘণ্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। রাজভবনের অদূরেই থাকা বহুতলে বিধ্বংসী আগুন লাগায় বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তখন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। দমকলের ১০টি ইঞ্জিন ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। শরাফ হাউসের আগুনে আলোড়ন পড়ে গিয়েছে খাস কলকাতায়। আবার একটা স্টিফেন কোর্ট হবে না তো?‌ এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে। আর তখনই রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাশে এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বহুতলে আগুল লাগার খবর পেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও আগুন বাড়তেই তা নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েছে দমকল। এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই রাজভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে দেখা যায় রাস্তায় নেমে এই অগ্নিকাণ্ডের পরিস্থিতির তদারকি করছেন। যাতে আগুনের কাছে মানুষজন না যান। আর পুলিশ যাতে এলাকা ঘিরে ফেলে। আর ঠিক বেলা ১২টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা সরেজমিনে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপালও। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকে আগুন সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে নবান্নের উদ্দেশ্যে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।

যেখানে বিধ্বংসী আগুন লেগেছে সেটির নাম শরাফ হাউস। এখানে এসে উপস্থিত হন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি নিজে দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টি সামলাচ্ছেন। যা এসে দেখতে পেলেন মুখ্যমন্ত্রী। এখানে বেশ কযেকটি অফিস আছে এবং ব্যাঙ্কও আছে। ওই ব্যাঙ্কের ভিতরে থাকা ক্যান্টিন থেকে আগুন লেগেছে। যদিও আগুন নেভাতে তাঁরা জোরকদমে কাজ শুরু করেছেন। বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তা থেকেই অনুমান করা হচ্ছে ক্যান্টিন থেকেই আগুন লেগেছে। কেমন করে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

আর কী জানা যাচ্ছে?‌ আজ, বুধবার ডালহৌসির শরাফ হাউসের তিনতলার উপরের ছাদের একটি বিরাট অংশে আগুন লাগে। আগুনের টুকরো ছিটকে নীচে পড়ে বলে খবর। দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। ওই বহুতলে একাধিক অফিস রয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও বহুতল থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলেই খবর। তবে কেমন করে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট করেনি দমকল।

বন্ধ করুন