বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রথম বর্ষে কলেজে ভর্তি নিয়ে জোর তৎপরতা শুরু, আবেদন করতে হবে পোর্টালের মাধ্যমে

প্রথম বর্ষে কলেজে ভর্তি নিয়ে জোর তৎপরতা শুরু, আবেদন করতে হবে পোর্টালের মাধ্যমে

বহু কলেজে শুরু ভর্তির আবেদন। প্রতীকী ছবি

আগেই কলেজের ক্লাস শুরুর প্রথম দিন পড়ুয়াদের যাবতীয় তথ্য যাচাই করে নেওয়া হবে। তার আগে পড়ুয়াদের কলেজে যাওয়ার কোনও প্রয়োজন নেই। যদি নথি সঠিক না থাকে তাহলে কলেজেরই দায়িত্ব পড়ুয়ার ভর্তি বাতিল করে উচ্চশিক্ষা সংসদে জানিয়ে দেওয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা-বিজ্ঞান বিভাগে ভর্তির প্রক্রিয়া শুরু।

কেন্দ্রে বিজেপি সরকার গঠন হয়নি। হতে চলেছে এনডিএ সরকার। যার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। বাংলাতেও তৃণমূল কংগ্রেস জিতে নিয়েছে ২৯টি লোকসভা আসন। ফলে ভোট এখানেই শেষ। এবার কলেজের প্রথম বর্ষের ভর্তি কবে হবে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, বাংলার বেশিরভাগ কলেজের স্নাতকের প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া আগামী সপ্তাহে শুরু হবে। কিন্তু ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে তাকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ভর্তি প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

এবার কলেজে ভর্তি প্রক্রিয়া হবে রাজ্যের উচ্চশিক্ষা সংসদের তত্ত্বাবধানে। বৃহস্পতিবার এই ভর্তি প্রক্রিয়া নিয়ে অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। একজন পড়ুয়া ভর্তির ক্ষেত্রে সরকার যে পোর্টাল করেছে তার মাধ্যমে আবেদন করতে পারবেন। এমনকী এক থেকে ২৫টি পর্যন্ত আবেদন করতে পারবেন পোর্টালের মাধ্যমে। এটাই ওই বৈঠকে ঠিক হয়েছে। কিন্তু কলেজের ফি কোথায় জমা করতে হবে?‌ এই প্রশ্নও এখন অনেক পড়ুয়ার মধ্যে উঁকিঝুঁকি মারছে। তবে তার জন্যও ব্যবস্থাও রাখা হয়েছে বলে খবর। লোকসভা নির্বাচনের জন্য ভর্তি প্রক্রিয়া আটকে ছিল। এবার তা খুলে গেল।

আরও পড়ুন:‌ এবার কয়লা পাচারে নাম জড়াল শাহজাহানের, দিনে তোলা হতো ৩০ লক্ষ টাকা ‘‌কর’‌

পড়ুয়ার আশঙ্কা দূর করতে জানানো হয়েছে, কলেজে ভর্তির ফি এখন থেকে জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কলেজে আর দিতে হবে না। আগে কলেজেই ভর্তির ফি জমা দেওয়ার নিয়ম ছিল। কেন এমন নতুন নিয়ম হল?‌ এই বিষয়ে উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, একজন পড়ুয়ারা যদি একটি কলেজে ভর্তি হয় এবং পরে সেখান থেকে অন্য আর একটি কলেজে ভর্তি হন তাহলে আগের কলেজে ভর্তির ফি বেশি থাকলে পরের কলেজে ভর্তি হয়ে অতিরিক্ত টাকা ফেরত পেয়ে যাবেন। ভর্তি প্রক্রিয়া শেষ হলেই টাকা ওই পড়ুয়া ফেরত পাবেন। এটা অনেকের কাছে ভাল নিয়ম বলেই মনে হয়েছে। কারও কাছে গিয়ে টাকা চাইতে হবে না। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত যাবে।

এখানে আরও একটি নিয়ম আছে। সেটা হচ্ছে, আগেই কলেজের ক্লাস শুরুর প্রথম দিন পড়ুয়াদের যাবতীয় তথ্য যাচাই করে নেওয়া হবে। তার আগে পড়ুয়াদের কলেজে যাওয়ার কোনও প্রয়োজন নেই। যদি নথি সঠিক না থাকে তাহলে সংশ্লিষ্ট কলেজেরই দায়িত্ব ওই পড়ুয়ার ভর্তি বাতিল করে উচ্চশিক্ষা সংসদে জানিয়ে দেওয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানান, উচ্চশিক্ষা দফতর থেকে এখনও নির্দেশ আসেনি। বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স–সহ যে নিজস্ব স্নাতক পাঠ্যক্রম আছে, সেগুলি এবং এমটেক বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি তাঁরা যে বিধি এখন রয়েছে সেই মতোই দিয়ে দিয়েছেন।

বাংলার মুখ খবর

Latest News

আরজি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ? CBI নজরে শাসকদলের ২ 'প্রভাবশালী' নেতা রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের? ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে যায়’, যৌন হেনস্তায় সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.