বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CSC Scam: ‘রঞ্জনে’র পর এবার ‘ভূপেশ’, কলেজেও বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

CSC Scam: ‘রঞ্জনে’র পর এবার ‘ভূপেশ’, কলেজেও বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

কলেজেও বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

CSC Scam: অভিযোগ, এক তৃণমূল নেতার জামাতাকে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়। পাশাপাশি এক মন্ত্রীর ভাইপো অসংরক্ষিত তালিকার প্রার্থী হয়েও চাকরি পান সংরক্ষিত পদে।

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল। স্কুলশিক্ষকের চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিযোগ উঠেছিল এক ‘রঞ্জন’-এর বিরুদ্ধে। এবার অভিযোগ উঠল ‘ভূপেশে’র বিরুদ্ধে। কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ হয় কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। এই আবহে রবিবার কয়েকজন চাকরিপ্রার্থী সাংবাদিক বৈঠক ডেকে দুর্নীতির অভিযোগ তোলে কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এই ক্ষেত্রে সিবিআই তদন্তের দাবি জানান চাকরিপ্রার্থীরা।

কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর এই ধরনের অভিযোগকে আদৌ গুরুত্ব দিতে রাজি নন। যদিও অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথম হওয়া প্রিয়াঙ্কা কুণ্ডু দুর্নীতির কারণে চাকরি পাননি। তবে যিনি চাকরি পান, তিনি এক কলেজের পরিচালন সমিতির সম্পাদক তথা তৃণমূল বিধায়কের জামাতা। এদিকে এক মন্ত্রীর ভাইপো অসংরক্ষিত তালিকার প্রার্থী হয়েও চাকরি পান সংরক্ষিত পদে। অভিযোগ, কম যোগ্যতা থাকা সত্ত্বেও বহু প্রার্থীকে ইন্টারভিউয়ে প্রায় পুরো নম্বর দিয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে।

এই আবহে প্রার্থী সংগঠনের পক্ষে বিনয়কৃষ্ণ পাল অভিযোগ, যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নম্বর, তাঁরা কোথায় চাকরি করছেন, কলেজে পড়ানোর যোগ্যতা তাঁদের আছে কি না, সেই সব তথ্য প্রকাশ করেনি কমিশন। অভিযোগ, অনেক আগে চাকরির বয়স পেরিয়ে যাওয়া প্রার্থীদেরও নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে অনেক প্রার্থীকে একাধিকবার কাউন্সেলিংয়ের সুযোগ দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীদের দাবি, কলেজে নিয়োগ দুর্নীতির যথাযথ বিচার বিভাগীয় ও সিবিআইতদন্ত হোক। এদিকে সিএসসি-র চেয়ারম্যান দীপকবাবুর বক্তব্য, ‘নিয়ম মেনেই প্যানেল তৈরি হয়। এই সব অভিযোগ ভিত্তিহীন।’

বন্ধ করুন