এবারের উপনির্বাচনে ৬টা আসনেই ভরাডুবি বিজেপির। ফলাফল একেবারে ৬-০। স্বাভাবিকভাবেই এর জেরে তৃণমূল সুযোগ পেলেই খোঁচা দিচ্ছে বিজেপিকে। এবার একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে তৃণমূলে চলে আসার জন্য আহ্বান করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদের দাবি, তৃণমূলে যোগ না দিলে আগামী ভোটে আসানসোল দক্ষিণে নিজের কেন্দ্রেও অগ্নিমিত্রা পরাজিত হবেন।
আসলে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের একাধিক অভিযোগ তুলে সরব হয়েছিলেন অগ্নিমিত্রা। এনিয়ে বিধানসভায় ভাষণও দেন তিনি। এরপর স্পিকারের অনুমতি নিয়ে পালটা বলতে ওঠেন ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, তৃণমূলের বিরুদ্ধে এত কুৎসা এত অপপ্রচার করা হল। তারপরেও তো উপনির্বাচনে ৬-০ হয়ে গেল। এরপর ফিরহাদ বলেন, আপনাকে একটা কথা বলতে পারি। অনেকেই তো আপনাদের দল ছেড়ে আমাদের দিকে চলে এসেছেন। আপনিও চলে আসুন। তা যদি না করেন আগামী দিনে আপনি কিন্তু নিজের বিধানসভা এলাকাতেও হেরে যাবেন।
তবে ফিরহাদের এই জবাবের পরে থেমে থাকেননি অগ্নিমিত্রা। তিনি কার্যত ফিরহাদকে নিশানা করে বলেন, আমার একটা নির্দিষ্ট নীতি ও আদর্শ রয়েছে। তার জন্যই আমি বিজেপি করি। ফিরহাদ হাকিমের বক্তব্যের মধ্যে আবার ওঁর পার্টির দখলদারি মানসিকতা প্রকাশ্যে এল। উনি আগে থেকেই জেনে গিয়েছেন আমি ছাব্বিশের ভোটে হারব। টিকিট যদি পছন্দ না ও হয় তবুও আমি অন্তত কারোও বাড়িতে গিয়ে তার চালে ঢিল ছুঁড়ব না। ফিরহাদবাবুকে বলব আমার দিকে না তাকিয়ে মহিলাদের সম্মান কীভাবে দিতে হয়, বিরোধী দলের মহিলাদের কীভাবে সম্মান দিতে হয় সেদিকে নজর দিলে ভালো হয়।
এদিকে ২০২৬এ বিধানসভা ভোট। তার আগে কার দল কে কতটা ভারী করতে পারে তা নিয়ে নানা জল্পনা রয়েছে। শেষ পর্যন্ত কে কোন দলে যান সেটাও দেখার। তবে এবারের বিধানসভা উপনির্বাচন গেরুয়া শিবিরের কাছে অত্যন্ত হতাশার খবর বয়ে এনেছে। একের পর এক ইস্যু পেয়েছে। কিন্তু কাজে লাগেনি কোনওটাই। সেক্ষেত্রে শেষ পর্যন্ত কতজন বিধায়ক বিজেপিতে থাকেন তার হিসেবও পুরোদমে শুরু হয়ে গিয়েছে।
এদিকে দলের অন্দরে লড়াকু নেত্রী বলেই পরিচিত অগ্নিমিত্রা। তৃণমূলের বিরুদ্ধে বার বারই সরব হন। তবে ভোটের রাজনীতিতে তিনি শেষ পর্যন্ত কতটা টিকে থাকতে পারেন সেটাও দেখার। তবে বুধবার ফিরহাদের মন্তব্যের যোগ্য জবাব দিয়েছেন তিনি।