দেবাংশু ভট্টাচার্য। সবে তমলুক আসনে তিনি প্রাক্তন বিচারপতি তথা বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কাছে পরাজিত হয়েছেন। তবে অনেকেই বলছেন হারের ক্ষত ভুলে তিনি ধীরে ধীরে ফের সোশ্য়াল মিডিয়ায় সক্রিয় হওয়া শুরু করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'লিক, কোশ্চেন পেপার থেকে রামমন্দিরের ছাদ।'একেবারে সরস মন্তব্য। বিজেপিকে চরম খোঁচা দিলেন দেবাংশু।।
মূলত তিনি দুটি বিষয়কে সামনে এনে খোঁচা দিয়েছেন। একটি হল প্রশ্নপত্র ফাঁস। মনে করা হচ্ছে তিনি সম্ভবত নিটের প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ উল্লেখ করতে চাইছেন। গোটা দেশ জুড়ে এনিয়ে তুলকালাম হচ্ছে। সেই প্রসঙ্গই উল্লেখ করতে চেয়েছেন তিনি। অপরদিকে রামন্দিরের ছাদ চুঁইয়ে জল পড়ছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল। তিনি সেই প্রসঙ্গ উল্লেখ করে খোঁচা দিয়েছিলেন।
কিন্তু সেই খোঁচার উত্তরে যে এভাবে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়বেন সেটা কি কেউ জানত?
এক নেটনাগরিক এবারের লোকসভা ভোটের ফলাফলের একটি ছবি পোস্ট করেছেন কমেন্ট সেকশনে। সেখানে ক্যাপশন লেখা আছে, দেবাংশুর হাওয়া লিক। অপর একজন লিখেছেন লুজার।
অপর একজনও দেবাংশুর এবারের শোচনীয় হারের প্রসঙ্গ তুলে ধরেছেন। অপর একজন লিখেছেন, রামমন্দির নিয়ে কথা বলছেন কেন? মন্দির কারো ব্যক্তিগত নয়, সবার ভক্তির জায়গা, সেটা বাদ দিয়ে কাকে কী বলবেন সেটা আপনার ব্যক্তিগত জায়গা। কোনও মন্দির ,মসজিদ গির্জা নিয়ে কথা বলবেন না।
এমনই নানা মন্তব্য ভাসছে সোস্যাল মিডিয়ায়।
বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দেবাংশু। দেশের নানা ইস্যুকে তুলে ধরে তিনি বার বারই বিজেপিকে খোঁচা দেন। এমনকী তাঁর খেলা হবে গানের কথা তো গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল একটা সময়। তৃণমূলের যে কয়েকজন তরুণ নেতা রয়েছেন। তার মধ্য়ে দেবাংশু অন্যতম। বিভিন্ন টিভি শোতে তৃণমূলের পক্ষ নিয়ে জোরালো সওয়াল করেন তিনি। নানা বিষয়ে তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখার জন্য তিনি বেশ জনপ্রিয়। কিন্তু এবারের ভোটের ফলাফল কার্যত তাঁর কেরিয়ারে বড় বিপর্যয় আনল বলেই মনে করা হচ্ছে।
সবে রাজনীতির ময়দানে এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি জিততে পারলেন না। পরাজিত হয়েছেন তিনি। একেবারে শোচনীয় হার। লোকসভায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন যিনি তিনি আর পরাজিত সৈনিক।