গতকাল সন্ধ্যায় হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। সেই ঘটনায় নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। এই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় প্রকৃতপক্ষে কার গাফিলতি রয়েছে সে বিষয়ে আজ বিকেল চারটের সময় জরুরি বৈঠক ডেকেছেন কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল বৈঠকে তা আলোচনা করা হবে বলে পুরসভা সূত্রের খবর।
আজ বিকেল চারটে নাগাদ এই বৈঠক করার কথা রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন ডিজি ড্রেনেজ, ডিজি লাইটিং, কেইআইপি-র ডিজিরা। গতকালের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তাতে দেখা যায়, জলমগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নীতিশ যাদব নামে ওই কিশোর। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের হাফিজ মহম্মদ ইসহাক রোডে। ওই কিশোর যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেটি ছিল সংকীর্ণ। রাস্তার দু'পাশে ছিল বাড়ি। ঠিক সেই সময় এক মহিলা দেখতে পান যে ওই কিশোর ছটফট করছে। তখন ওই মহিলা ১০০ নম্বর ডায়াল করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের দাবি, যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে আগে একটি ল্যাম্পপোস্ট ছিল। সেটি কোনওভাবে জলের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় ওই কিশোর।
স্থানীয়দের অভিযোগ, যে পোস্টে এই দুর্ঘটনা ঘটেছে সেটি মোবাইল পরিষেবা প্রদাণকারী সংস্থা বিএসএনএলের। বৈঠকে কমিশনার জানতে চাইবেন, কোন বিভাগ এই গাফিলতির জন্য দায়ী। প্রসঙ্গত, কিছুদিন আগে হাওড়া পুরসভার সামনে ত্রিফলা ল্যাম্পপোস্টে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক তরুণী। তারপর কলকাতা পুরসভায় এই ধরনের ঘটনায় সমালোচনা সরব হয়েছেন বিরোধীরা।